মো:রফিকুল ইসলাম,নড়াইলঃ
নড়াইলে গোয়েন্দা পুলিশ (ডিবি’র) মাদক বিরোধী অভিযানে মাদক ব্যবসায়ী মোঃ সোহেল রানা (৪৫) ও মোঃ টুটুল মোল্লা (৩৪),কে গ্রেফতার করে নড়াইল জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। গ্রেফতারকৃত মোঃ সোহেল রানা,নড়াইল সদর থানাধীন চাচড়া গ্রামের মৃত নেছার আলীর ছেলে এবং মোঃ টুটুল মোল্লা,একই গ্রামের মোঃ দেলোয়ার মোল্লার ছেলে। (১ জানুয়ারি) সকাল ৮-৪০ মিনিটের সময় নড়াইল সদর থানাধীন তুলারামপুর ইউনিয়নের চাচড়া গ্রামের চাচড়া টু মাইজপাড়া পাকা রাস্তার উপর থেকে তাদের আটক করা হয়। পুলিশ সুত্রে জানা যায়,গোপন সংবাদের ভিত্তিতে নড়াইল জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ মোঃ ছাব্বিরুল আলম এর তত্ত্বাবধানে এসআই মোঃ ফারুক হোসেন,এএসআই আনিসুজ্জামান, এএসআই মাহফুজুর রহমান সঙ্গীয় ফোর্সসহ অভিযান চালিয়ে মোঃ সোহেল রানা ও মোঃ টুটুল মোল্লাকে গ্রেফতার করে। এ সময় আসামীদের নিকট থেকে ৫১ পিস অবৈধ মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়। এ সংক্রান্তে নড়াইল সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রুজু করা হয়েছে। আসামিদের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। নড়াইল পুলিশ সুপার মোহাঃ মেহেদী হাসান এর নির্দেশনায় মাদকমুক্ত নড়াইল গড়ার লক্ষ্যে জেলা পুলিশ আন্তরিকভাবে কাজ করে যাচ্ছে।