মানুষকে জিম্মি করে গণতান্ত্রিক আন্দোলন হতে পারে না : কৃষিবিদ আফম বাহাউদ্দীন নাছিম

Uncategorized ঢাকা বিশেষ প্রতিবেদন রাজধানী রাজনীতি

নিজস্ব প্রতিবেদক :  বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও ঢাকা ৮ আসনে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী কৃষিবিদ আ ফ ম বাহাউদ্দিন নাছিম বলেছেন, যারা নির্বাচন করতে চায়না তারাই নির্বাচন নিয়ে নানা ধরনের সংঘাত সৃষ্টি করতে চায়। বাংলাদেশে গুটি কয়েক দল রাজনৈতিক সংঘাত সৃষ্টি করছে। তারা নির্বাচনে সহিংসতা ও রাজনৈতিক সহিংসতা করছে। মানুষকে জিম্মি ও টার্গেট করে গণতান্ত্রিক আন্দোলন হতে পারে না।


বিজ্ঞাপন

আজ মঙ্গলবার ২ জানুয়ারি, সকালে পল্টন কমিউনিটি সেন্টারে ইমাম, মোয়াজ্জিন ও আলেম ওলামাদের সাথে মত বিনিময় সভায় তিনি এসব কথা বলেন।


বিজ্ঞাপন

তিনি বলেন, নির্বাচন যখন আসে সেটাকে সুষ্ঠ ও সুন্দর করার দায়িত্ব সবার। নির্বাচন কমিশন সুষ্ঠ নির্বাচনের জন্য তাদের অবস্থান থেকে কার্যক্রম পরিচালনা করে। এর পাশাপাশি যে দলগুলো নির্বাচনে অংশগ্রহণ করে তারাও এ দায়িত্ব পালনে অংশীদার হয়।মানুষের সাথে যেহেতু রাজনৈতিক দলগুলোর সরাসরি সম্পর্ক, যার কারনে এ কার্যক্রম সম্পর্কে মানুষকে জানানো ও বোঝানোর মধ্য দিয়ে রাজনৈতিক দল মানুষকে উদ্বুদ্ধ করে। আমার ভোট আমি দেব সেখানে কোন ভয় থাকবে না। আমরা সবার কাছে ভোট চাই।আমরা চাই যাতে একটি সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠিত হয়।

উপস্থিত ওলামা-মাশায়েখদের উদ্দেশ্য করে তিনি বলেন, আপনারা বিভিন্ন জায়গায় ধর্মীয় কার্যক্রম করে থাকেন। আপনারা মসজিদের ইমাম মোয়াজ্জিন। মুসল্লিদের সাথে আপনাদের সম্পর্ক অনেক গভীর। সেই জায়গায় দাঁড়িয়ে সুন্দর একটি নির্বাচন উপহার দেওয়ার জন্য আপনারা কাজ করতে পারেন। এর পাশাপাশি আমি যেহেতু একজন প্রার্থী, বঙ্গবন্ধু কন্যা দেশরত্ন শেখ হাসিনা আমাকে নৌকায় মনোনয়ন দিয়েছেন, আপনারা আমাকে একটু সহযোগিতা করবেন। আমি আপনাদের কাছে দোয়া চাই।

তিনি আরও বলেন, আপনাদের যেকোনো প্রয়োজনে আমি পাশে আছি। বাংলাদেশের সংবিধান সকল ধর্মকে মর্যাদা দিয়েছে। অনেকেই অপপ্রচার চালায় যে এদেশে ইসলামিক ব্যক্তিদের সাথে অবিচার করা হয়। এটা অপপ্রচার। এর মাধ্যমে ধর্মীয় বিভেদৃ সৃষ্টির পায়তারা করে একটি গোষ্ঠী। আমি আপনাদের কথা দিতে চাই, যে কোন অন্যায়ের বিপক্ষে রুখে দাঁড়ানোর জন্য আমি সব সময় প্রস্তুত থাকি। আপনারা যদি আমায় ভোট দিয়ে নির্বাচিত করেন, আমি কাজের মধ্য দিয়ে কথার প্রমাণ দেব।

নাছিম বলেন, বঙ্গবন্ধু ইসলামিক ফাউন্ডেশন গড়েছেন। আজকে বাংলাদেশে সেই ইসলামিক ফাউন্ডেশনের মধ্য দিয়ে সারাদেশে মসজিদ,ইসলামিক কালচারাল সেন্টার করে আলোড়ন সৃষ্টি করেছেন বঙ্গবন্ধু কন্যা। ইসলামের প্রতি তার যে অনুরাগ, তা আমি আর বলতে চাই না। আপনারা এই সম্পর্কে যথেষ্ট ভালো জানেন। ইসলামে যেমন জঙ্গিবাদ ও সহিংসতার সুযোগ নেই, তেমনি ইসলামকে ব্যবহার করে যারা রাজনৈতিক ফায়দা লুটার অপচেষ্টা করে সেটিরও সুযোগ নেই। সেই জায়গায় দাঁড়িয়ে আমি বলতে চাই, যারা অপপ্রচার ও সংঘাতের রাজনীতি করে, মিথ্যাচার করে এদের বিরুদ্ধে সবাইকে সচেতন হতে হবে।

বাহাউদ্দিন নাছিম সকাল ১০ টায় পল্টন কমিউনিটি সেন্টারে ইমাম, মোয়াজ্জিন ও আলেম ওলামাদের সাথে মত বিনিময় সভার মাধ্যমে তার কার্যক্রম শুরু করেন। পরবর্তীতে ১৩ নং ওয়ার্ড নয়া পল্টন, পল্টন সুপার মার্কেট এলাকায় মত বিনিময় সভা, ২০ নং ওয়ার্ডের পি ডব্লিউ ডি, স্টাফ কোয়ার্টার ও ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় গণ সংযোগ, বিকালে শাহাজানপুর মৈত্রী মাঠে নির্বাচনী জনসভা ও শান্তিনগর প্রধান নির্বাচনী কার্যালয়ে নোয়াখালী এ্যাসোসিয়েশন এর সাথে মতবিনিময় সভা করেন।

জনসংযোগ ও মত বিনিময় সমুহে অন্যান্যের মধ্যে তাঁর সাথে ছিলেন আওয়ামী লীগ নেতা শাহ আলম মুরাদ, আওলাদ হোসেন, ডাঃদিলীপ রায়,কাউন্সিল আবুল হোসেন, কাউন্সিল চামেলি, স্বেচ্ছাসেবক লীগের সহসভাপতি শামীম শাহরিয়ার, যুগ্ম সাধারণ সম্পাদক খায়রুল হাসান জুয়েল, সাংগঠনিক সম্পাদক আবদুল্লাহ আল সায়েম, গণযোগাযোগ ও সাংবাদিকতা সম্পাদক ওবায়দুল হক খান, প্রতিবন্ধী উন্নয়ন সম্পাদক আনোয়ার পারভেজ টিংকু, গন্থনা ও প্রকাশনা সম্পাদক মনোয়ারুল ইসলাম বিপুল।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *