নিজস্ব প্রতিনিধি : পণ্যের ওজন ও পরিমাপ যাচাই এবং পণ্য মোড়কজাতকরণের বিষয়ে আজ বুধবার ৩ জানুয়ারি, বাংলাদেশ স্ট্যান্ডার্ড এন্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই) এর রাজশাহী বিভাগীয় অফিসের কর্মকর্তারা রাজশাহী ও নাটোর জেলায় একটি সার্ভিল্যান্স অভিযান পরিচালনা করে। উক্ত সার্ভিল্যান্স অভিযান পরিচালনা কালে, মেসার্স রাজশাহী সুগার মিল, হরিয়ান, রাজশাহী এর ডিজিটাল স্কেল যাঁচাইপূর্বক বার্ষিক ভেরিফিকেশন ও স্ট্যাম্পিং ফি আদায় করা হয়। মেসার্স মাহবুব এন্টারপ্রাইজ, হরিয়ান বাজার, রাজশাহী এর জ্বালানি তেল বিক্রয়ের লিটার মেজার্স পরিমাপে সঠিক পাওয়া যায় ।মেসার্স ইনসাফ ষ্টোর, কাটাখালী, রাজশাহী এর জ্বালানি তেল বিক্রয়ের লিটার মেজার্স পরিমাপে সঠিক পাওয়া যায় । মেসার্স হক ফ্লাওয়ার মিল, সদর, নাটোর এর মোড়কজাত নিবন্ধন সন্দ গ্রহণের আবেদনের প্রেক্ষিতে কারখানা পরিদর্শন করা হয় ।মেসার্স কিষোয়ান এগ্রো প্রোডাক্টস লিমিটেড, পীরগঞ্জ, নাটোর এর পণ্য মোড়কজাত সনদ গ্রহণের আবেদনের প্রেক্ষিতে কারখানা পরিদর্শন করা হয় ।মেসার্স বিসমিল্লাহ ফিলিং স্টেশন, বেলপুকুর, রাজশাহী এর ডিস্পেন্সিং ইউনিটে তেল পরিমাপে সঠিক পাওয়া যায়।মেসার্স পেট্রোনাস ফিলিং স্টেশন, বেলপুকুর, পুঠিয়া, রাজশাহী এর আন্ডারগ্রাউন্ড স্টোরেজট্যাংকের ক্যালিব্রেশন কার্যক্রম তদারকি করা হয়।
উক্ত সার্ভিল্যান্স অভিযান পরিচালনা করেন বাংলাদেশ স্ট্যান্ডার্ড এন্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই) এর রাজশাহী বিভাগীয় অফিসের কর্মকর্তা মো: জুলফিকার আলী, সহকারী পরিচালক (মেট্রোলজি), মো: আবুল কায়েম, পরিদর্শক (মেট্রোলজি ) এবং আবু বকর, পরিদর্শক (মেট্রোলজি)।