দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে নির্বাচন ডিউটি’তে মনোনীত অফিসার-ফোর্সদের ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত

Uncategorized আইন ও আদালত জাতীয় বরিশাল বিশেষ প্রতিবেদন সারাদেশ

নিজস্ব প্রতিনিধি ঃ   আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন-২০২৪ উপলক্ষে গতকাল ৫ জানুয়ারি  বিকাল ৪ টায় রুপাতলিস্থ বরিশাল মেট্রোপলিটন পুলিশ লাইন্স মাঠে নির্বাচন ডিউটিতে মনোনীত পুলিশ সদস্যদের ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত হয়। উক্ত  ব্রিফিং প্যারেডে সভাপতিত্ব করেন বরিশাল মেট্রোপলিটন পুলিশের  কমিশনার জিহাদুল কবির, বিপিএম-সেবা, পিপিএম।


বিজ্ঞাপন

এ সময় তিনি নির্বাচন ডিউটিতে নিয়োজিত অফিসার-ফোর্সদের দায়িত্ব-কর্তব্য ও করণীয়-বর্জনীয় সম্পর্কে গুরুত্বপূর্ণ দিক-নির্দেশনা প্রদান করে বলেন, উৎসবমুখর পরিবেশে একটি অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও শান্তিপূর্ণ নির্বাচন উপহার দিতে সর্বোচ্চ পেশাদারিত্বের সাথে নিজেদের উপর অর্পিত দায়িত্ব পালন করতে হবে।

এ সময় আরো উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ কমিশনার (অ্যাডমিনিস্ট্রেশন অ্যান্ড ফিন্যান্স) জনাব হাসান মোঃ শওকত আলী, উপ-পুলিশ কমিশনার (সদর দপ্তর)  মােহাম্মদ নজরুল হােসেন, উপ-পুলিশ কমিশনার (ডিবি)  মােঃ জুলফিকার আলী
হায়দার, উপ-পুলিশ কমিশনার (সিএসবি) অ্যাডিশনাল ডিআইজি (পদোন্নতি প্রাপ্ত)  মােহাম্মদ জাকির হােসেন মজুমদার, পিপিএম-সেবা, উপ পুলিশ কমিশনার (দক্ষিণ) অ্যাডিশনাল ডিআইজি (পদোন্নতি প্রাপ্ত)  মােঃ আলী আশরাফ ভুঞা, বিপিএম-বার, উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক)  এস এম তানভীর আরাফাত পিপিএম-বার, উপ-পুলিশ কমিশনার (ক্রাইম, অপারেশনস এন্ড প্রসিকিউশন)  খান মুহাম্মদ আবু নাসের, উপ-পুলিশ কমিশনার উত্তর বি এম আশরাফ উল্যাহ তাহের, অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক) এসপি (পদোন্নতিপ্রাপ্ত)  রুনা লায়লা, অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (দক্ষিণ)  মােঃ ফজলুল করিম, অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (ক্রাইম, অপস এন্ড প্রসিকিউশন)  মােঃ আব্দুল ওয়ারেস, অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (সিএসবি)  মোঃ অপু সরোয়ার, অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (উত্তর)  মােঃ ফারুক হােসেন, অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডমিন/ফোর্স)  এস এম কামরুজ্জামান, পিপিএম, অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (ডিবি)  সমীর সরকার সহ বিএমপি’র অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, ডিউটিতে নিয়োজিত অফিসার-ফোর্স ও আনসার সদস্যবৃন্দ


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *