নিজস্ব প্রতিনিধি : চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে সরকারি বরাদ্দকৃত ঔষধ রোগীদের না দিয়ে বিনামূল্যের সরকারি ঔষধ আত্মসাতের মতো গুরুতর এক অভিযোগ উঠেছে। উক্ত অভিযোগ ছাড়াও বিভিন্ন অনিয়মের অভিযোগের প্রেক্ষিতে দুদক, সজেকা, চট্টগ্রাম-১ থেকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে একটি অভিযান পরিচালনা করে।।
উক্ত অভিযান পরিচালনা কালে দুদক এনফোর্সমেন্ট টীমের সদস্যরা রোগী ও সেবাগ্রহীতার ছদ্মবেশে জরুরী বিভাগ, মেডিসিন ওয়ার্ড, গাইনি ওয়ার্ড সহ বিভিন্ন ওয়ার্ড সমূহে অবস্থান করে রোগীদের হয়রানির বিষয়ে সত্যতা পায়।
অভিযানকালীন সময়ে চট্টগ্রাম মেডিকেল কলেজের মেডিসিন স্টোর হতে ডিসপেনসারিতে ঔষধ গ্রহনের ক্ষেত্রে রেজিস্ট্রারে উল্লিখিত ঔষধ ও বাস্তবে প্রাপ্ত ঔষধের মধ্যে গড়মিল পাওয়া যায়।
এই বিষয়ে উক্ত হাসপাতালের পরিচালকে অবহিত করা হলে তিনি উক্ত অনিয়মসমূহের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা গ্রহণ করবেন বলে দুদক টিমকে আশ্বস্ত করেন। সংগৃহীত রেকর্ডপত্রের আলোকে এনফোর্সমেন্ট টীম অতিশীঘ্রই দুর্নীতি দমন কমিশন (দুদক) বরাবর পূর্ণাঙ্গ প্রতিবেদন দাখিল করবে।