বাংলাদেশ কোস্ট গার্ড পূর্ব জোনের পৃথক অভিযানে ৬৭০ ক্যান বিয়ার  উদ্ধার   

Uncategorized অপরাধ আইন ও আদালত চট্টগ্রাম বিশেষ প্রতিবেদন সারাদেশ

নিজস্ব প্রতিনিধি ঃ  গতকাল শুক্রবার ১২ জানুয়ারী,  আনুমানিক রাত সাড়ে ১২ টার সময়  গোপন সংবাদের ভিত্তিতে  বাংলাদেশ কোস্ট গার্ড পূর্ব জোন অধীনস্থ বিসিজি স্টেশন টেকনাফ কর্তৃক টেকনাফ থানাধীন নাফ নদী সংলগ্ন কেরুনতলীর প্যারাবন এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। উক্ত  অভিযান পরিচালনা কালে উল্লেখিত  এলাকা থেকে  ৫ টি বস্তা উদ্ধার করা হয় এবং উদ্ধারকৃত বস্তাগুলো তল্লাশি করতঃ ৪১০ ক্যান আন্দামান গোল্ড বিয়ার জব্দ করা হয়। এসময় কোস্ট গার্ডের উপস্থিতি বুঝতে পেরে মাদক চোরাকারবারিরা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি।


বিজ্ঞাপন

অপরদিকে দুপুর  ১ টার সময়  বিসিজি স্টেশন টেকনাফ কর্তৃক কেরুনতলী এলাকায় আরও একটি বিশেষ অভিযান পরিচালনা করে ৩ টি প্লাস্টিক এর বস্তা তল্লাশী করতঃ ২৫০ ক্যান বিয়ার জব্দ করা হয়। উভয় অভিযানে জব্দকৃত বিয়ারসমূহ পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *