রংপুর জেলার গংগাচড়া ও কাউনিয়ায় শীতার্তদের শীত বস্ত্র বিতরণ করলেন পুনাক সভানেত্রী 

Uncategorized জাতীয় বিশেষ প্রতিবেদন রংপুর সারাদেশ

নিজস্ব প্রতিনিধি  : গতকাল শনিবার  ১৩ জানু্য়ারি  রংপুর জেলার গংগাচড়া ও কাউনিয়া থানা প্রাঙ্গণে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এলাকার শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করেন রংপুর জেলার পুনাক সভানেত্রী  সোনিয়া আকতার।


বিজ্ঞাপন

সেখানে আরো উপস্থিত ছিলেন মোছাঃ লতিফা রহমান, সহ-সভানেত্রী পুনাক, রংপুর জেলা,  মোছাঃ সয়েদা খাতুন, সহধর্মিণী অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) সহ পুনাকের অন্যান্য  সদস্যবৃন্দ।

উভয় থানার অফিসার ইনচার্জ সহ পুনাক এর অন্যান্য  সদস্যরা শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে উপস্থিত থেকে সার্বিক সহযোগিতা করেছেন।


বিজ্ঞাপন
👁️ 5 News Views

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *