কেএমপি’র পুলিশ কমিশনার এর সাথে আযম খান কমার্স কলেজের অধ্যক্ষের সৌজন্য সাক্ষাৎ ও শুভেচ্ছা বিনিময়

Uncategorized আইন ও আদালত খুলনা বিশেষ প্রতিবেদন সারাদেশ

মামুন মোল্লা (খুলনা) : আজ রবিবার  ১৪ জানুয়ারি, সকাল ১১ টা ১৫ মিনিটের সময় খুলনা মেট্রোপলিটন পুলিশ  কেএমপি’র সদর দপ্তরস্থ পুলিশ কমিশনার কার্যালয়ে পুলিশ কমিশনার  মোঃ মোজাম্মেল হক, বিপিএম (বার), পিপিএম-সেবা এর সাথে আযম খান কমার্স কলেজের অধ্যক্ষ প্রফেসর কার্ত্তিক চন্দ্র মণ্ডল-সহ ৫ সদস্যের একটি প্রতিনিধি দল সৌজন্য সাক্ষাৎ ও শুভেচ্ছা বিনিময় করেন।


বিজ্ঞাপন

খুলনা মেট্রোপলিটন পুলিশ  কেএমপি’র পুলিশ কমিশনার  আযম খান কমার্স কলেজের আগত প্রতিনিধি দলকে স্বাগত জানিয়ে ধন্যবাদ জ্ঞাপন করেন এবং শুভেচ্ছা স্মারক ও উপহার প্রদান করেন। এ সময় পরস্পরের মধ্যে সৌজন্যতার বহি: প্রকাশ ঘটে এবং সাংস্কৃতিক অঙ্গনে শিক্ষকদের মানবিক মূল্যবোধ চর্চার গুরুত্বের উন্মেষ হয়।


বিজ্ঞাপন

এ সময় আযম খান কমার্স কলেজের মার্কেটিং বিভাগের প্রধান তারক চাঁদ ঢালী’র বঙ্গবন্ধুর জীবনী নির্ভর রচিত কবিতা সংগ্রহ “দৈবকণ্ঠস্বর” বইটি খুলনা মেট্রোপলিটন পুলিশ  কেএমপি’র পুলিশ কমিশনার মোঃ মোজাম্মেল হক, বিপিএম (বার), পিপিএম-সেবা কে সৌজন্য উপহার প্রদান করেন।

উক্ত সৌজন্য সাক্ষাৎকালে খুলনা মেট্রোপলিটন পুলিশ  কেএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (এএন্ডও)  সরদার রকিবুল ইসলাম, বিপিএম-সেবা; উপাধ্যক্ষ প্রফেসর ড.গাজী মনিবুর রহমান; শিক্ষক পরিষদের সম্পাদক প্রফেসর শেখ রেজাউল করিম; মার্কেটিংয়ের বিভাগীয় প্রধান তারক চাঁদ ঢালী এবং প্রভাষক মোঃ রবিউল ইসলাম উপস্থিত ছিলেন।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *