বিমান বাহিনীর  রিটায়ার্ড এয়ার ফোর্স অফিসার্স ওয়াইভস এসোসিয়েশন  রাফওয়া এর বার্ষিক বনভোজন অনুষ্ঠিত 

Uncategorized জাতীয় ঢাকা বিশেষ প্রতিবেদন রাজধানী

নিজস্ব প্রতিবেদক ঃ   সম্প্রতি  বিমান বাহিনী ঘাঁটি বাশার এর অভ্যন্তরে নব নির্মিত ব্লু স্কাই স্কুল সংলগ্ন ‘Garden by the Runway’ লেক এলাকায় বিমান বাহিনীর অবসরপ্রাপ্ত কর্মকর্তা ও তাঁদের পত্নীদের অংশগ্রহণে রিটায়ার্ড এয়ার ফোর্স অফিসার্স ওয়াইভস এসোসিয়েশন ( রাফওয়া / RAFOWA)) এর বার্ষিক বনভোজন অনুষ্ঠিত হয়েছে ।


বিজ্ঞাপন

উক্ত বনভোজনে প্রধান অতিথি হিসেবে বাংলাদেশ বিমান বাহিনী প্রধান এয়ার চীফ মার্শাল শেখ আব্দুল হান্নান, বিবিপি, বিইউপি, এনএসডব্লিওসি , এফএডব্লিউসি, পিএসসি আমন্ত্রিত ছিলেন।


বিজ্ঞাপন

উক্ত বনভোজনে বাংলাদেশ বিমান বাহিনী মহিলা কল্যাণ সমিতি (বাফওয়া ) ও আদার্স উইমেন এন্ড চিলড্রেন্স ক্লাবের সভানেত্রী এবং বিএএফ লেডিস ক্লাব এন্ড চিলড্রেনস ক্লাব এর প্রধান পৃষ্ঠপোষক তাহমিদা হান্নান বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।


বিজ্ঞাপন

এছাড়াও উক্ত অনুষ্ঠানে বাফওয়া কেন্দ্রীয় পরিষদের সহ-সভানেত্রীবৃন্দ, বাফওয়া আঞ্চলিক শাখা বঙ্গবন্ধু ও বাশারের সভানেত্রীদ্বয় , সহকারী বিমান বাহিনী প্রধানগণ, বিমান বাহিনী ঘাঁটি বঙ্গবন্ধু ও বাশারের এয়ার অধিনায়কদ্বয় সহ বাংলাদেশ বিমান বাহিনীর অবসরপ্রাপ্ত ঊর্ধ্বতন কর্মকর্তাগণ ( স্বস্ত্রীক ) উপস্থিত ছিলেন।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *