বিএসটিআই এর ময়মনসিংহ বিভাগীয় অফিসের কর্মকর্তাদের সার্ভিল্যান্স অভিযান পরিচালনার কিছু দৃশ্য।
নিজস্ব প্রতিনিধি (ময়মনসিংহ) : পণ্যের মান নিয়ন্ত্রণে বাংলাদেশ স্ট্যান্ডার্ড এন্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই) এর ময়মনসিংহ বিভাগীয় অফিসের কর্মকর্তারা ময়মনসিংহ, ত্রিশাল ও ভালুকা উপজেলায় গতকাল মঙ্গলবার ২৩ জানুয়ারি সার্ভিল্যান্স অভিযান পরিচালনা করে। ।
উক্ত সার্ভিল্যান্স অভিযান পরিচালনা কালে সিএম লাইসেন্স ব্যতীত নিম্নবর্নিত প্রতিষ্ঠানসমূহ কে বিস্কুট পণ্য উৎপাদন করতে দেখা যায়, প্রতিষ্ঠান গুলো যথাক্রমে, কাদের বেকারী, ত্রিশাল বাস স্ট্যান্ড, ( মুসা মার্কেট সংলগ্ন) ত্রিশাল, সারা বেলা রেস্টুরেন্টে, মেজরভিটা, ভালুকা, বি বাড়িয়া বেকারি, মেজরভিটা, ভালুকা
সিএম লাইসেন্স ব্যতীত নিম্নবর্নিত প্রতিষ্ঠানসমূহ কে পোল্ট্রি ফিড ও ফিস ফিড পণ্য উৎপাদন করতে দেখা যায়, প্রতিষ্ঠান গুলো যথাক্রমে, কৃষিবিদ ফিড লিমিটেড, নিশিন্দা, ভরাডোবা, ভালুকাপ্রভিটা ফিস ফিড লিমিটেড, মামারিশপুর, মল্লিকবাড়ি, ভালুকা, ময়মনসিংহ। সৌদি বাংলা ফিস ফিড লিমিটেড, কাঠালী, ভালুকা, ময়মনসিংহ। মাদানী এন্ড সন্স এগ্রো ইন্ডাস্ট্রিজ লি, মাদানী চৌরাস্তা মোড়, বাইপাস মোড়, ত্রিশাল,
নিম্নবর্নিত ৩টি ফিড মিল বন্ধ পাওয়া যায়, ফিড মল
গুলো যথাক্রমে, মেসার্স . এস. এস. এস ফিড মিলস লিমিটেড, রাংচাপড়া, ভালুকা, ময়মনসিংহ বন্ধ, মাক্কি ফিড মিল, ফায়ার সার্ভিস মোড়, গৌফুরগাও রোড, ভালুকা, ভালুকা ফিড লিমিটেড, রাংচাপড়া, ভালুকা, ময়মনসিংহ।সিএম লাইসেন্স ব্যতীত নিম্নবর্নিত প্রতিষ্ঠানসমূহ কমন বিল্ডিং ক্লে ব্রিকস (ইট) পণ্য উৎপাদন করতে দেখা যায়। আর আর ট্রেডার্স, বাগান, ঢাকা- ময়মনসিংহ হাইওয়ে, ত্রিশাল, ঝলোক ব্রিকস ফিল্ড, কাজির শিমলা, ত্রিশাল। এস এম সি এন্টারপ্রাইজ লি, ভালুকা, ময়মনসিংহ প্রতিষ্ঠান কর্তৃক উৎপাদিত সফট ড্রিংকস পাউডার পণ্যের নমুনা গুনগত মান যাচাইয়ের জন্য কারখানা পরিদর্শন পূর্বক সংগ্রহ করা হয়েছে।
আগামী এক সপ্তাহের মধ্যে উল্লেখিত প্রতিষ্ঠান সমূহ লাইসেন্স গ্রহণের নিমিত্তে আবেদন দাখিল না করলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
উক্ত সার্ভিল্যান্স অভিযান বাংলাদেশ স্ট্যান্ডার্ড এন্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই) এর ময়মনসিংহ বিভাগীয় অফিসের কর্মকর্তা মোঃ রকিবুল হাসান, সহকারী পরিচালক (সিএম) ও প্রকৌ. মোঃ নজরুল ইসলাম, ফিল্ড অফিসার (সিএম) এর সমন্বয়ে পরিচালিত হয়।