শীলা বৃষ্টিতে ব্যাপক ক্ষতি বাঘাইছড়িতে

এইমাত্র জাতীয়

বাঘাইছড়ি প্রতিনিধিঃ বাঘাইছড়ি উপজেলায় প্রচুর পরিমাণ শীলা বৃষ্টির ফলে ফসল ও ঘরবাড়ীরি হয়েছে। ৯ এপ্রিল হঠাৎ দমকা হাওয়া ও শীলাবৃষ্টি শুরু হয়। এতে উপজেলার কয়েকশত একর ফসলি জমির ব্যাপক ক্ষতিসাধিত হয়। এদিকে শীলা বৃষ্টির ফলে বাঘাইছড়ি উপজেলার সকল ইউনিয়নে ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন এলাকাবাসী। স্থানীয় সূত্রে জানা যায় অধিকাংশ টিনের ঘরের চাল ফুটো হওয়াসহ মৌসুমি ফল তরমুজসহ ধানের ব্যাপক ক্ষতি হয়েছে। বড় বড় শীলার আঘাতে কয়েক একর জমির হাজারখানেক তরমুজ ফুটো হয়ে গেছে এছাড়াও মুকুল আসা আম, লিচু গাছের সবমুকুল মাটিতে মিশে গেছে। এদিকে, শীলাবৃষ্টির পরপরই স্থানীয় এলাকাবাসীদের মধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে এই অকাল প্রাকৃতিক দুর্যোগ নিয়ে ব্যাপক আলোচনার ঝড় উঠেছে। কেউ কেউ লিখেছেন, “হে প্রভু আমাদের এ বিপদ থেকে রক্ষা করুন”, কেউ লিখেছেন “জীবনে এত বড় শীলা দেখিনি”। জেলা ছাত্রলীগ সদস্য মোঃ সুভেল বলেন, শীলাবৃষ্টির ফলে এলাকার বহু ফসল এবং ঘরের চালা ফুটো হয়ে গেছে পরিবারের তালিকা তৈরি করার জন্য পিআইওকে নির্দেশনা দেয়া হয়েছে, ব্যাক্তিগতভাবে জেলা প্রশাসকের সাথে কথা বলে সকলকে ক্ষতিপুরণের ব্যবস্থা করবে বলে জানান স্হানীয়রা নেতা কর্মিরা। বাঘাইছড়ি প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আব্দুল মাবুদ বলেনঃ এতটুকু পর্যন্ত বয়সে এইরকম ধ্বংসাত্মক শীলাবৃষ্টি আমি দেখিনি, শীলাবৃষ্টির ফলে ফসল ও ঘরবাড়ীর অনেক ক্ষতি হয়েছে


বিজ্ঞাপন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *