দিনাজপুর ও ঠাকুরগাঁও এলাকার ৩৭ টি প্রতিষ্ঠানের বিরুদ্ধে মামলার উদ্দ্যোগ বিএসটিআই এর রংপুর বিভাগীয় অফিসের 

Uncategorized আইন ও আদালত প্রশাসনিক সংবাদ বিশেষ প্রতিবেদন রংপুর সারাদেশ

বিএসটিআই এর রংপুর বিভাগীয় অফিসের কর্মকর্তাদের সার্ভিল্যান্স অভিযান পরিচালনার কিছু দৃশ্য।


বিজ্ঞাপন

 

 

নিজস্ব প্রতিনিধি (রংপুর) : বাংলাদেশ স্ট্যান্ডার্ড এন্ড টেস্টিং ইনস্টিটিউশন  বিএসটিআই এর রংপুর  বিভাগীয় কার্যালয়ের কর্ম কর্তারা বিভিন্ন প্রতিষ্ঠানে সার্ভিল্যান্স অভিযান পরিচালনা করে  ৩৭টি প্রতিষ্ঠানের বিরুদ্ধে মামলা দায়েরর জন্য আলামত জব্দ করে, এ খবর সংশ্লিষ্ট সুত্রের।


বিজ্ঞাপন

জানা গেছে,  আজ মঙ্গলবার  ৩০ জানুয়ারি বাংলাদেশ স্ট্যান্ডার্ড এন্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই) এর রংপুর  বিভাগীয়  কার্যালয়ের  উদ্যোগে দিনাজপুর ও ঠাকুরগাঁও জেলার বিভিন্ন এলাকায় একটি সার্ভিল্যান্স অভিযান পরিচালিত হয়।

সার্ভিল্যান্স অভিযান পরিচালনা করে মামলার জন্য আলামত জব্দ করা প্রতিষ্ঠানের নাম ও ঠিকানা যথাক্রমে,
মেসার্স বীরগঞ্জ ব্রিকস ফার্ম (BBF), বর্ষা আমতলি, বীরগঞ্জ, দিনাজপুর, মেসার্স আর এন ব্রিকস (RNB), কাশিপুর, বলেয়াহাট, কাহারোল, দিনাজপুর, মেসার্স এম কে ব্রিকস (MKB), উত্তর নওগাঁ, জয়নন্দহাট, কাহারোল, দিনাজপুর, মেসার্স বি কে বি ব্রিকস (BKB), জিনোর বকুলতলা, বোচাগঞ্জ, দিনাজপুর, মেসার্স লিপা ব্রিকস (LIPA), শালের হাট, পীরগঞ্জ, ঠাকুরগাঁও, মেসার্স এস এস ব্রিকস (SSB), উত্তর কৃষ্ণপুর, বোচাগঞ্জ, দিনাজপুর, মেসার্স এম এন বি ব্রিকস (MNB), মুরারীপুর, বোচাগঞ্জ, দিনাজপুর, মেসার্স এম এস টি ব্রিকস-১ (MST), কড়ই, সেতাবগঞ্জ, দিনাজপুর, মেসার্স এম এস টি ব্রিকস-২ (MST), হাট রামপুর, সেতাবগঞ্জ, দিনাজপুর, মেসার্স ভাই ভাই ব্রিকস-১ (VVB), আনোরা, বোচাগঞ্জ, দিনাজপুর, মেসার্স ভাই ভাই ব্রিকস-২(VVB), আনোরা, বোচাগঞ্জ, দিনাজপুর, মেসার্স আর আর ব্রিকস (RRB), দৌলা, বোচাগঞ্জ, দিনাজপুর, মেসার্স আশিক ট্রেডার্স ব্রিকস, সত্যমানডাঙ্গী, বোচাগঞ্জ, দিনাজপুর, মেসার্স রিপন ব্রিকস (RKD), আলামপুর, বোচাগঞ্জ, দিনাজপুর, মেসার্স এ এম ব্রিকস (AMB), গরুড়্গ্রাম মঙ্গলপুর, দিনাজপুর, মেসার্স এ এস ব্রিকস (ASB), মনিপুর, বোচাগঞ্জ, দিনাজপুর, মেসার্স সেতাবগঞ্জ ব্রিকস (S*B), সেতাবগঞ্জ, দিনাজপুর। মেসার্স এম আই ব্রিকস(MIB), দেওখড়া, বোচাগঞ্জ, দিনাজপুর, বিবিসিএল অটো ব্রিকস, দেওখড়া, বোচাগঞ্জ, দিনাজপুর, মেসার্স মোল্লা ব্রিকস-১ (MB), লক্ষনিয়া, বোচাগঞ্জ, দিনাজপুর, মেসার্স মোল্লা ব্রিকস-২(MB), লক্ষনিয়া, বোচাগঞ্জ, দিনাজপুর, মেসার্স জেড ব্রিকস(Z*B), রামদাসপাড়া, সেতাবগঞ্জ, দিনাজপুর, মেসার্স ডিএন ব্রিকস (DNB), রামদাসপাড়া, সেতাবগঞ্জ, দিনাজপুর, মেসার্স এম আই এস ব্রিকস(MIS), সেনিহারী, সুলতানপুর, বোচাগঞ্জ, দিনাজপুর, মেসার্স সেভেন ব্রাদার্স ব্রিকস (7B), গড়েয়া, পীরগঞ্জ, ঠাকুরগাঁও, মেসার্স এস বি এস ব্রিকস ফিল্ড (SBS), ভেমটিয়া, পীরগঞ্জ, ঠাকুরগাঁও, মেসার্স এসবি ব্রিকস ফিল্ড(S*B), ভেমটিয়া, পীরগঞ্জ, ঠাকুরগাঁও, মেসার্স ডি*আর ব্রিকস (MDR), গুয়াগাও, পীরগঞ্জ, ঠাকুরগাঁও, মেসার্স বিবিএস ব্রিকস (BBS), উত্তর গুয়াগাও, পীরগঞ্জ, ঠাকুরগাঁও, মেসার্স এবিএস ব্রিকস (মিন্টু), ভেলাতর, দক্ষিণপাড়া, পীরগঞ্জ, ঠাকুরগাঁও, মেসার্স এম বি এন্টারপ্রাইজ (MBB), ভেলাতর ভদ্রপাড়া, পীরগঞ্জ, ঠাকুরগাঁও, মেসার্স এম এ আর ব্রিকস(MAR), নোহালী, পীরগঞ্জ, ঠাকুরগাঁও, মেসার্স এস বি এস ব্রিকস ফিল্ড -১(SBS), গোদাগাড়ী, সিন্দুর্না, পীরগঞ্জ, ঠাকুরগাঁও, মেসার্স এম এন এস ব্রিকস (MNS), দস্তমপুর, ৯ নং সেনগাও, পীরগঞ্জ, ঠাকুরগাঁও, মেসার্স যে আর ব্রিকস ফিল্ড (J*R), সিন্দুরনা, ৯ নং সেনগাও, পীরগঞ্জ, ঠাকুরগাঁও, মেসার্স এস বি ব্রিকস ফিল্ড (S*B), নানুহার, পীরগঞ্জ, ঠাকুরগাঁও,  মেসার্স বিএসবি ব্রিকস (B.S.B), দৌলতপুর (গোয়ালপাড়া), পীরগঞ্জ, ঠাকুরগাঁও।

বিএসটিআই এর রংপুর  বিভাগীয় কার্যালয়ের কর্মকর্তা  প্রকৌঃ মোঃ জাহিদুর রহমান, সহকারী পরিচালক (সিএম) এর নেতৃত্বে অভিযানটি পরিচাললিত হয়। উক্ত অভিযানটিতে আরোও উপস্থিত ছিলেন প্রকৌঃ জুনায়েদ আহমেদ ও খন্দকার মোঃ জামিনুর রহমান, ফিল্ড অফিসার (সিএম)।

বাংলাদেশ স্ট্যান্ডার্ড এন্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই) এর রংপুর বিভাগীয় অফিসের প্রধান ও উপ-পরিচালক (মেট্রোলজি) আজকের দেশ ডটকম কে জানান, জাতীয় ও জনস্বার্থে বিএসটিআই এর রংপুর  বিভাগীয় কার্যালয়ের এ ধরনের অভিযান পরিচালনা  চলমান থাকবে।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *