নিজস্ব প্রতিনিধি (বরিশাল) : পণ্যের গুনগত মান নিয়ন্ত্রণ এবং ওজন ও পরিমাপ যাচাইয়ে গতকাল বুধবার ৩১ জানুয়ারি, বাংলাদেশ স্ট্যান্ডার্ড এন্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই) এর বরিশাল বিভাগীয় অফিসের কর্মকর্তারা বরিশাল মহানগরীর বিভিন্ন এলাকায় একটি মোবাইল কোর্ট পরিচালনা করে।
উক্ত মোবাইল কোর্ট পরিচালনা কালে নাফিস ব্রেড এন্ড বিস্কুট ফ্যাক্টরী, আমির কুটির, সদর, বরিশাল প্রতিষ্ঠানটির উৎপাদিত ব্রেড, বিস্কুট ও কেক পণ্যের মোড়কজাত নিবন্ধন সনদ না থাকায় ওজন ও পরিমাপ মানদণ্ড আইন-২০১৮ অনুযায়ী ১০,০০০ টাকা জরিমানা করা হয়।
উক্ত মোবাইল কোর্ট জাবেদ হোসেন চৌধুরী সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট,জেলা প্রশাসকের কার্যালয় বরিশাল এর নেতৃত্বে পরিচালিত হয়।
প্রসিকিউটর হিসেবে বাংলাদেশ স্ট্যান্ডার্ড এন্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই) এর বরিশাল বিভাগীয় অফিসের কর্মকর্তা জয়দেব রাজবংশী, সহকারী পরিচালক ( মেট) এবং মোঃ ইয়াছির আরাফাত, দায়িত্ব পালন করেন।