নড়াইল জেলা পুলিশের কল্যাণ সভা অনুষ্ঠিত,ভালো কাজের স্বীকৃতি স্বরূপ অফিসারদের সন্মাননা প্রদান

Uncategorized অন্যান্য অপরাধ আইন ও আদালত খুলনা গ্রাম বাংলার খবর জাতীয় জীবন-যাপন জীবনী প্রশাসনিক সংবাদ মানবিক খবর সংগঠন সংবাদ সারাদেশ

মো:রফিকুল ইসলাম,নড়াইলঃ
নড়াইল জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত হয়েছে। গত (৬ ফেব্রুয়ারি) মঙ্গলবার সকাল ৯:৩০ মিনিটের সময় পুলিশ লাইন্সের ড্রিলশেডে ফেব্রুয়ারি/২০২৪ খ্রি: মাসের কল্যাণ সভা অনুষ্ঠিত হয়। কল্যাণ সভায় বিভিন্ন থানা,ফাঁড়ি,তদন্ত কেন্দ্র,ক্যাম্প থেকে আগত বিভিন্ন র‌্যাঙ্ক এর অফিসার ও ফোর্স এবং পুলিশ লাইন্সের অফিসার ও ফোর্সদের সামগ্রিক সমস্যা নিয়ে কথা বলেন,নড়াইল পুলিশ সুপার। পুলিশ সুপার মোহাঃ মেহেদী হাসান সকল পুলিশ সদস্যদের পেশাদারিত্ব ও সততার সাথে দায়িত্ব পালন করার জন্য ধন্যবাদ জ্ঞাপন করেন। তাদের সমস্যা সমাধানের জন্য সংশ্লিষ্ট পুলিশ অফিসারদের নির্দেশ প্রদান করেন এবং সকল পুলিশ সদস্যকে এক হয়ে জনগণ ও দেশের কল্যাণের জন্য কাজ করে স্মার্ট পুলিশ গঠনে যথাযথ দায়িত্ব পালত করতে নির্দেশ প্রদান করেন। সদস্যদের কল্যাণ নিশ্চিত করতে নিয়ম মাফিক ছুটি,আবাসন ব্যবস্থা,পরিস্কার
-পরিচ্ছন্নতা,চিকিৎসা,মানসম্মত খাবারসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে নির্দেশনা প্রদান করেন,থানা,
তদন্তকেন্দ্র এবং পুলিশ ক্যাম্প সমূহ পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে প্রতি সপ্তাহে একদিন শনিবার “ক্লিনিং ডে”পালনের নির্দেশনা অনুযায়ী কাজ করায় সকলকে ধন্যবাদ জানান। পুলিশ সদস্যদের নিয়মানুবর্তিতা,
দায়িত্ববোধ,পিতা-মাতার প্রতি উত্তম আচরণ, নৈতিকতা,অবসরপ্রাপ্ত পুলিশ সদস্যদের প্রতি যথাযথ সম্মান প্রদর্শন,অশোভন আচরণ পরিহার করা,ইত্যাদি বিষয়ে দিক নির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন,পুলিশ সুপার। আসন্ন পুলিশ কনস্টেবল নিয়োগকে কেন্দ্র করে কেউ যেন কোন অসদুপায় অবলম্বন না করে,সম্পূর্ণ স্বচ্ছ ও নিরপেক্ষ নিয়োগ কার্যক্রম হবে এই মর্মে জনসাধারণের মাঝে সচেতনতা বৃদ্ধির জন্য সকলকে আহব্বন জানান। এসময় বিভিন্ন থানা,ফাঁড়ি ও তদন্ত কেন্দ্রের চাহিদা মোতাবেক টিভি,ফ্রিজ,চেয়ার,খাটিয়া ও আইপিএস এর ব্যবস্থা করায় স্ব স্ব থানা ফাঁড়ি ও তদন্ত কেন্দ্রের ইনচার্জগণ পুলিশ সুপারকে ধন্যবাদ জ্ঞাপন করেন। জানুয়ারি মাসের ভালো কাজের স্বীকৃতি স্বরূপ নড়াইল জেলার শ্রেষ্ঠ অফিসার হিসেবে সদর থানার এসআই শাহ আলম,নড়াইল জেলার শ্রেষ্ঠ এএসআই কাজী মাহফুজ,সাইবার ক্রাইম ইনভেস্টিগেশনের শ্রেষ্ঠ অফিসার এসআই ফিরোজ আহম্মেদ,শ্রেষ্ঠ মাদক উদ্ধারকারী অফিসার হিসেবে জেলা গোয়েন্দা শাখার এএসআই মোঃআনিসুজ্জামান,
ট্রাফিক শাখার শ্রেষ্ঠ চৌকস অফিসার হিসেবে টিএসআই মোঃ জসিম রানাকে ভালো কাজের স্বীকৃতি স্বরূপ আর্থিক সম্মানী প্রদান করেন। এছাড়াও নড়াইল পুলিশ লাইন্সের সৌন্দর্য বর্ধন ও পরিষ্কার-পরিচ্ছন্ন করায় বিশেষ পুরস্কার আরআই মোঃ আবুল হোসেন,
জেলা পুলিশের কন্ট্রোল রুমে কর্মরত পুলিশ সদস্যদের বিশেষ পুরস্কার স্বরূপ আর্থিক সম্মানী প্রদান করেন। এছাড়া মাননীয় আইজিপি মহোদয় কর্তৃক পুলিশ হেডকোয়ার্টার্স,ঢাকা কর্তৃক প্রদত্ত নড়াইল জেলা সদর থানা পুলিশ কর্তৃক অনলাইনে প্রতারণার সাথে জড়িত দুইজন প্রতারক গ্রেফতার সংক্রান্তে সঙ্গীয় অফিসার ফোর্সসহ তারেক আল মেহেদী,অতিরিক্ত পুলিশ সুপার ক্রাইম এন্ড অপস্ জেলা গোয়েন্দা শাখা নড়াইলের বিশেষ অভিযানে বিকাশে টাকা আত্মসাৎ ও প্রতারণায় ১জন প্রতারক গ্রেফতার সংক্রান্তে সঙ্গীয় অফিসার ফোর্সসহ এসআই ফিরোজ আহম্মেদ,নড়াইল জেলার লোহাগড়া থানায় ক্লুলেস গলিত লাশ উদ্ধার পূর্বক মামলার রহস্য উদ্ধার ও ৩জন আসামি গ্রেফতার সংক্রান্তে সঙ্গীয় অফিসার ফোর্সসহ মোঃ দোলন মিয়া অতিরিক্ত পুলিশ সুপার(সদর সার্কেল),নড়াইল জেলার সদর থানা পুলিশের অভিযানে ১০ বছরের সাজাপ্রাপ্ত ১জন আসামি গ্রেফতার সংক্রান্তে এসআই সেলিম হালদার ও এএসআই মোঃ সাহেব আলীকে পুরস্কার স্বরূপ আর্থিক প্রণোদনা প্রদান করেন। কল্যাণ সভায় মোহাম্মদ আনোয়ার হোসেন,অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ),তারেক আল মেহেদী,অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্),মোঃ দোলন মিয়া,অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল),প্রণব কুমার সরকার, সহকারী পুলিশ সুপার (কালিয়া সার্কেল),অতিরিক্ত পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত সকল থানার অফিসার ইনচার্জ,জেলা বিশেষ শাখার পুলিশ পরিদর্শক,ইন্সপেক্টর ক্রাইম,জেলা গোয়েন্দা শাখার পুলিশ পরিদর্শক,কোর্ট ইন্সপেক্টর,ট্রাফিক ইন্সপেক্টর, জেলার সকল পুলিশ তদন্ত কেন্দ্র,পুলিশ ফাঁড়ি ও ক্যাম্প ইনচার্জগণসহ পুলিশ লাইন্স এর অফিসার ও ফোর্স এবং সংশ্লিষ্ট অন্যান্য পুলিশ সদস্যগণ উপস্থিত ছিলেন।


বিজ্ঞাপন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *