বিএসটিআই এর রংপুর বিভাগীয় কার্যালয় কর্তৃক সার্ভিল্যান্স অভিযান পরিচালনা :  ৩৫টি প্রতিষ্ঠানের বিরুদ্ধে মামলা দায়েরর জন্য আলামত জব্দ

Uncategorized আইন ও আদালত জাতীয় প্রশাসনিক সংবাদ বিশেষ প্রতিবেদন রংপুর সারাদেশ

নিজস্ব প্রতিনিধি (রংপুর) :  মঙ্গলবার  ৫ ফেব্রুয়ারী, বাংলাদেশ স্ট্যান্ডার্ড এন্ড টেস্টিং ইনস্টিটিউশন  (বিএসটিআই)  এর রংপুর বিভাগীয় কার্যালয়ের  উদ্যোগে গাইবান্ধা জেলার বিভিন্ন এলাকায়  সার্ভিল্যান্স অভিযান পরিচালিত হয়। উক্ত সার্ভিল্যান্স অভিযান পরিচালনা কালে মামলার জন্য ৩৫ টি প্রতিষ্ঠানের  আলামত জব্দ করা হয়েছে।


বিজ্ঞাপন

উক্ত  প্রতিষ্ঠান সমুহ যথাক্রমে,  মেসার্স আনোয়ারা ব্রিকস (MAB), চক গোবিন্দপুর, ঘেগারবাজার, সাদুল্ল্যাপুর, গাইবান্ধা।,মেসার্স শিখা ইট ভাটা, খোর্দ্দ রসুলপুর, সাদুল্ল্যাপুর, গাইবান্ধা, মেসার্স সরকার ব্রিকস (ARB), খোর্দ্দ রসুলপুর, বড় জামালপুর, সাদুল্ল্যাপুর, গাইবান্ধা।, মেসার্স এস আই বি ব্রিকস (SIB), কিসমত শেরপুর, সাদুল্ল্যাপুর, গাইবান্ধা, মেসার্স ফোর স্টার ব্রিকস (4*B), বদলাগাড়ি, ইদ্রাকপুর, সাদুল্ল্যাপুর, গাইবান্ধা, মেসার্স এম এ বি ব্রিকস (MAB), বদলাগাড়ি, ইদ্রাকপুর, সাদুল্ল্যাপুর, গাইবান্ধা, মেসার্স খান ব্রিকস (MKB), ফলিবাড়ী, তুলসীঘাট, সদর, গাইবান্ধা।, মেসার্স এস এস ব্রিকস (SSB), থানসিংহপুর, বোর্ড বাজার, সদর, গাইবান্ধা, মেসার্স এ বি ডি ব্রিকস (ABD), নশরতপুর, বোয়ালী, সদর, গাইবান্ধা, মেসার্স জেড এ বি ব্রিকস (ZAB), নশরতপুর, বোয়ালী, সদর, গাইবান্ধা, মেসার্স বিএমকে ব্রিকস (BMK), ফুলবাড়ী, ত্রিমোহনী, সদর, গাইবান্ধা, মেসার্স এম এম আর ব্রিকস (MMR), রিফায়েতপুর, সরকারতারি, বাদিয়াখালি, সদর, গাইবান্ধা, মেসার্স এ এম ই ব্রিকস (AME), পুরাতন বাদিয়াখালি, সদর, রংপুর, মেসার্স বিএমকে ব্রিকস-২ (BMK-2), টেপাপদুম শহর, সাঘাটা, গাইবান্ধা, মেসার্স হাজি ব্রিকস (SOB), উল্যা সোনাতলা, সাঘাটা, গাইবান্ধা, মেসার্স সততা ব্রিকস সংঘ (SBS), বড়াইকান্দি, উল্ল্যা সোনাতলা, সাঘাটা, গাইবান্ধা, মেসার্স সততা ব্রিকস (MSB), নশিরারপাড়া, সাঘাটা, গাইবান্ধা, মেসার্স তালুকদার একতা ব্রিকস (TAB), কাঠালতলী, নশিরারপাড়া, কামালেরপাড়া, সাঘাটা, গাইবান্ধা, মেসার্স পাওয়ার ব্রিকস (POWER), গজারিয়া, কামালের পাড়া, সাঘাটা, গাইবান্ধা, মেসার্স বিপ্লব ঔশী ব্রিকস (BOB), বোয়ালিয়া, গোবিন্দগঞ্জ, গাইবান্ধা, মেসার্স রাবেয়া ব্রিকস (MRB), বোয়ালিয়া, গোবিন্দগঞ্জ, গাইবান্ধা, মেসার্স সরকার ব্রিকস (MSB), চকগোবিন্দপুর, ঘেগার বাজার, সাদল্ল্যাপুর, গাইবান্ধা, মেসার্স ফ্রেন্ডস ব্রিকস (F-B), ইন্দ্রাপাড়, নশরতপুর, সদর, গাইবান্ধা, মেসার্স সেভেন স্টার ব্রিকস (7STAR), পূর্ব বাউলিয়া, বটতলা, সাঘাটা, গাইবান্ধা, মেসার্স সেভেন স্টার ব্রিকস (SSB), হাপানিয়া, সাঘাটা, গাইবান্ধা, মেসার্স ডিসি কনস্ট্রাকশন (DC), পুনতাইর, মহিমাগঞ্জ, গোবিন্দগঞ্জ, গাইবান্ধা, মেসার্স লিপ্ত এন্ড আরিশা ব্রিকস (LAB), পুনতাইর, মহিমাগঞ্জ, গোবিন্দগঞ্জ, গাইবান্ধা, মেসার্স আফিক অয়েল মিল, মহিমাগঞ্জ, গোবিন্দগঞ্জ, গাইবান্ধা, মেসার্স আর এম ব্রিকস (RMB), কুন্দেরপাড়া, রাখালবুরুজ, গোবিন্দগঞ্জ, গাইবান্ধা, মেসার্স আদিত্য ব্রিকস (MAB), বড় সাতাইল বাতাইল, গোবিন্দগঞ্জ, গাইবান্ধা, মেসার্স সরকার ব্রিকস (SB), খোর্দ রসুলপুর, সাদুল্ল্যাপুর, গাইবান্ধা।, মেসার্স আর এস বি ব্রিকস (R&B), ইদ্রাকপুর, সাদুল্ল্যাপুর, গাইবান্ধা, মেসার্স আর এন্ড এস ব্রিকস (R&S), তরফবাজিত, সাদুল্ল্যাপুর, গাইবান্ধা, মেসার্স এম বি ব্রিকস (MBB), চোরকাঁটা, মথরপাড়া, সাঘাটা, গাইবান্ধা, মেসার্স কর্ণফুলী ব্রিকস এন্ড কনস্ট্রাকশন, আগ গড়গড়িয়া, কামালের পাড়া, সাঘাটা, গাইবান্ধা।


বিজ্ঞাপন

বাংলাদেশ স্ট্যান্ডার্ড এন্ড টেস্টিং ইনস্টিটিউশন  (বিএসটিআই) এর রংপুর বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক (সিএম) প্রকৌঃ মোঃ জাহিদুর রহমান এর নেতৃত্বে অভিযানটি পরিচাললিত হয়। উক্ত অভিযানটিতে আরোও উপস্থিত ছিলেন ফিল্ড অফিসার (সিএম) প্রকৌঃ জুনায়েদ আহমেদ এবং  খন্দকার মোঃ জামিনুর রহমান।

বাংলাদেশ স্ট্যান্ডার্ড এন্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই) এর রংপুর বিভাগীয় অফিসের প্রধান ও  উপ-পরিচালক (মেট্রোলজি) মফিজ উদ্দিন আহমেদ আজকের দেশ ডটকম কে জানান, জাতীয় ও জনস্বার্থে বিএসটিআই এর রংপুর বিভাগীয় কার্যালয়ের এ ধরনের অভিযান পরিচালনা  চলমান থাকবে।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *