বিএসটিআই এর রংপুর  বিভাগীয় কার্যালয়ের সার্ভিল্যান্স অভিযান :  ৪০টি প্রতিষ্ঠানের বিরুদ্ধে মামলা দায়েরর জন্য আলামত জব্দ

Uncategorized আইন ও আদালত প্রশাসনিক সংবাদ বিশেষ প্রতিবেদন রংপুর সারাদেশ

নিজস্ব প্রতিনিধি  : আজ বুধবার  ৭ ফেব্রুয়ারী, বাংলাদেশ স্ট্যান্ডার্ড এন্ড টেস্টিং ইনস্টিটিউশন  (বিএসটিআই) এর রংপুর  বিভাগীয় কার্যালয়ের উদ্যোগে কুড়িগ্রাম জেলার বিভিন্ন এলাকায় সার্ভিল্যান্স অভিযান পরিচালিত হয়।


বিজ্ঞাপন

উক্ত  সার্ভিল্যান্স অভিযান পরিচালনা কালে মামলার জন্য যেসকল প্রতিষ্ঠান থেকে আলামত জব্দ করা হয়েছে সেসকল প্রতিষ্ঠানের নাম ও ঠিকানা যথাক্রমে,  এম টি আর ব্রিকস, গর্বোর দোলা, বড় পুলের পাড়, কাঁঠালবাড়ি, সদর, কুড়িগ্রাম, মেসার্স আর আর ব্রিকস (জজ), ভোগডাঙ্গী, সদর, কুড়িগ্রাম, মেসার্স এইচ টি ব্রিকস (ঐঞই), নেওয়াশী, নাগেশ্বরী, কুড়িগ্রাম,  মেসার্স এ এন ব্রিকস (অঘ), এগারো মাথা, নাগেশ্বরী, কুড়িগ্রাম, মেসার্স এম বি ব্রিকস (গইই), নিলুরখামার, সন্তোষপুর, নাগেশ্বরী, কুড়িগ্রাম,  মেসার্স এম যে এইচ ব্রিকস (গঔঐ), কেতার মোড়, সদর, কুড়িগ্রাম,  মেসার্স ফোর স্টার ব্রিকস (ঋঝই), পূর্ব কুমুরপুর, ঘোগাদহ, সদর, কুড়িগ্রাম, মেসার্স এস বি ব্রিকস (ঝই), নীলুরখামার, ব্যাপারীহাট, নাগেশ্বরী, কুড়িগ্রাম, মেসার্স এস আর বি ব্রিকস (ঝজই), নিলুরখামার, সন্তোষপুর, নাগেশ্বরী, কুড়িগ্রাম,  মেসার্স ডি কে ব্রিকস (উকই), টগরাইহাট, প্রতাপ, সদর, কুড়িগ্রাম, মেসার্স যে এস ব্রিকস ফিল্ড (ঔঝ), এগারো মাথা, নাগেশ্বরী, কুড়িগ্রাম, মেসার্স এ যে পি ব্রিকস (অঔচ), উত্তর ব্যাপারীরহাট, নাগেশ্বরী, কুড়িগ্রাম,  মেসার্স এম এস পি ব্রিকস (গঝচ), বেলগাছা, খলিলগঞ্জ, সদর, কুড়িগ্রাম, মেসার্স এমআর কে ব্রিকস (গজক), হরিরাম, গর্ববীল, বেলগাছা, সদর, কুড়িগ্রাম,  মেসার্স আর কে ব্রিকস (জকই), হরিরাম, গর্ববীল, বেলগাছা, সদর, কুড়িগ্রাম, মেসার্স জি এম ব্রিকস -১ (এগই), বাঞ্চারাম, সদর, কুড়িগ্রাম, মেসার্স জি এম ব্রিকস -২ (এগই), বেলগাছা, সদর, কুড়িগ্রাম, এস এস বি ব্রিকস (ঝঝই), বাঞ্চারাম, মোগলবাসা, সদর, কুড়িগ্রাম, মেসার্স এম এম বি ব্রিকস (গগই), গোড়াই, পাচপীর, উলিপুর, কুড়িগ্রাম,  মেসার্স এস এ ব্রিকস (ঝঅই), গোড়াই কল্যাণ, পাঁচপীর, উলিপুর, কুড়িগ্রাম, মেসার্স এস এম বি ব্রিকস (ঝগই), গড়াই রঘুরাই, দুর্গাপুর, উলিপুর, কুড়িগ্রাম, মেসার্স এম এইচ বি ব্রিকস (গঐই), মাধবপুর ভোগডাঙ্গা, সদর, কুড়িগ্রাম, মেসার্স এ আই ব্রিকস (অও), মনোদ্দীতেমনি, ভাংগামোড়, নাগেশ্বরী, কুড়িগ্রাম, মেসার্স থ্রি স্টার ব্রিকস (ঞঝই), রসুলপুর, ঘোগাদহ, সদর, কুড়িগ্রাম, মেসার্স সি এইচ ব্রিকস (ঈঐই), পরমালী, ভোগডাংগা, সদর, কুড়িগ্রাম, মেসার্স এস এস ফোর ব্রিকস (ঝঝ৪), নওদাবাস, ভোগডাংগা, নাগেশ্বরী, কুড়িগ্রাম। মেসার্স কুড়িগ্রাম ব্রিকস (কএই), ভিতরবন্দ, নাগেশ্বরী, কুড়িগ্রাম, মেসার্স মোল্লা ট্রেডার্স (গগঞ), নেওয়াশী, নাগেশ্বরী, কুড়িগ্রাম, মেসার্স এম এ বি ব্রিকস (গঅই), নওদাবাশ, বড়ভিটা, ফুলবাড়ী, কুড়িগ্রাম, মেসার্স নিলয় ব্রিকস (ঘই), নেওয়াশী, নাগেশ্বরী, কুড়িগ্রাম, মেসার্স মুন ব্রিকস (গগই), ধনীগাগলা, নাগেশ্বরী, কুড়িগ্রাম, মেসার্স এ বি ব্রিকস (অই), নেওয়াশী, ফুলবাড়ি, কুড়িগ্রাম, মেসার্স জনতা ব্রিকস (ঔইখ), এগারো মাথা, নাগেশ্বরী, কুড়িগ্রাম, মেসার্স টি এম এইচ ব্রিকস (ঞগঐ), জয়মনির হাট, ভুরুঙ্গামারী, কুড়িগ্রাম, মেসার্স এম এস এইচ ব্রিকস (গঝঐ), আজোয়াতারি, ফুলবাড়ি, কুড়িগ্রাম, মেসার্স ডবিøউ এ এইচ ব্রিকস (ডঅঐ), আজোয়াটারী, গংগাটাহাট, কাশিপুর, নাগেশ্বরী, কুড়িগ্রাম, মেসার্স ডি এ ব্রিকস (উঅ), আলেপের তেপতি, সন্তোষপুর, নাগেশ্বরী, কুড়িগ্রাম, মেসার্স এম বি এম এন্টারপ্রাইজ (গইগ), সোনাইর খামার, রায়গঞ্জ, নাগেশ্বরী, কুড়িগ্রাম, মেসার্স এফ এম ভি ব্রিকস (ঋগঠ), সন্তোষপুর, ব্যাপারিরহাট, নাগেশ্বরী, কুড়িগ্রাম, মেসার্স এস এন ব্রিকস (ঝঘই), বেপারীরহাট, নাগেশ্বরী, কুড়িগ্রাম।

বিএসটিআই এর রংপুর  বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক (সিএম) প্রকৌঃ মোঃ জাহিদুর রহমান এর নেতৃত্বে অভিযানটি পরিচাললিত হয়। উক্ত অভিযানটিতে আরোও উপস্থিত ছিলেন ফিল্ড অফিসার (সিএম) প্রকৌঃ ইশতিয়াক আহমেদ ও খন্দকার মোঃ জামিনুর রহমান।

বাংলাদেশ স্ট্যান্ডার্ড এন্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই) এর রংপুর বিভাগীয় অফিসের প্রধান ও উপ-পরিচালক (মেট্রোলজি) আজকের দেশ ডটকম কে জানান, জাতীয় ও জনস্বার্থে বিএসটিআই এর রংপুর  বিভাগীয় কার্যালয়ের এ ধরনের অভিযান পরিচালনা  চলমান থাকবে।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *