বিজিবি’র রামু ব্যাটালিয়নের  তল্লাশি অভিযানে প্রায় ২ কেজি ওজনের স্বর্ণের গহনাসহ ১ জন আটক

Uncategorized অপরাধ আইন ও আদালত চট্টগ্রাম প্রশাসনিক সংবাদ বিশেষ প্রতিবেদন সারাদেশ

নিজস্ব প্রতিনিধি (কক্সবাজার) :  আজ শনিবার  ১০ ফেব্রুয়ারি,  বিকেলে বর্ডার গার্ড বাংলাদেশ  বিজিবি’র রামু ব্যাটালিয়ন (৩০ বিজিবি) এর মরিচ্যা যৌথ চেকপোস্ট নিজস্ব গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জানতে পারে যে, আন্তর্জাতিক স্বর্ণ চোরাচালানী চক্র বিপুল পরিমাণ স্বর্ণ নিয়ে অবৈধভাবে মায়ানমার হতে বাংলাদেশে প্রবেশ করে মরিচ্যা যৌথ চেকপোস্ট অতিক্রম করতে পারে। এ প্রেক্ষিতে মরিচ্যা যৌথ চেকপোস্টে তল্লাশি কার্যক্রম জোরদার করা হয়।


বিজ্ঞাপন

আনুমানিক ৩ টার সময় একটি সিএনজি চেকপোস্টে আসলে উলায়িং রাখাইন (৩৯) নামক একজন মহিলা যাত্রীর আচরণ সন্দেজনক হওয়ায় তাকে সিএনজি হতে নামানো হয়। পরবর্তীতে পুঙ্খানুপুঙ্খরূপে তল্লাশি করে তার হাতে অভিনব কৌশলে লুকায়িত অবস্থায় আনুমানিক ১,৮৯,২১,৪৮০ (এক কোটি ঊননব্বই লক্ষ একুশ হাজার চারশত আশি) টাকা মুল্যের ১ কেজি ৯৯৪ গ্রাম ওজনের ২৪টি স্বর্ণালংকার জব্দ করা হয়।


বিজ্ঞাপন

অবৈধভাবে সীমান্ত দিয়ে স্বর্ণ চোরাচালানী কাজে জড়িত থাকায় বর্ণিত যাত্রীকে আটক করতঃ রামু থানায় সোপর্দ করা হয়েছে এবং জব্দকৃত স্বর্ণালংকার কক্সবাজার ট্রেজারী অফিসে জমা করা হয়েছে।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *