২১’র প্রথম প্রহরে কেন্দ্রীয় শহীদ মিনারে পুস্পার্ঘ্য অর্পণ করেন স্বাস্থ্য মন্ত্রী ডাঃ সামন্ত লাল সেন

Uncategorized ইতিহাস ঐতিহ্য জাতীয় ঢাকা বিশেষ প্রতিবেদন রাজধানী

নিজস্ব প্রতিবেদক  :  গতকাল বুধবার  ২১’র প্রথম প্রহরে কেন্দ্রীয় শহীদ মিনারে পুস্পার্ঘ্য অর্পণ করেন ডাঃ সামন্ত লাল সেন, মন্ত্রী, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়। সাথে ছিলেন মোঃ জাহাঙ্গীর আলম, সচিব, স্বাস্থ্য সেবা বিভাগ এবং স্বাস্থ্য অধিদপ্তর- এর মহাপরিচালক অধ্যাপক ডাঃ আবুল বাসার মোহাম্মদ খুরশীদ আলম।


বিজ্ঞাপন

গোপালগঞ্জ জেলার টুঙ্গিপাড়ায় জাতীর পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর সমাধিসৌধে পুস্পস্তবক অর্পন করেন স্বাস্থ্য অধিদপ্তর এর অতি: মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা: আহমেদুল কবীর, পরিচালক (প্রশাসন) ডা. মোঃ হারুন-অর- রশিদ ও বিভাগীয় পরিচালক (ঢাকা) ডাঃ ফরিদ হোসেন মিঞা সহ অন্যান্য কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।

গাইবান্ধা শহীদ মিনারে পুস্পস্তবক অর্পন করেন অতিরিক্ত মহাপরিচালক (পরিকল্পনা ও উন্নয়ন) অধ্যাপক ডা: মীরজাদী সেব্রিনা ফ্লোরা, সাথে উপস্থিত ছিলেন বিভাগীয় পরিচালক (রংপুর) ডাঃ এবিএম আবু হানিফসহ স্বাস্থ্য অধিদপ্তরের অন্যান্য কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।

এছাড়া সারা দেশে স্বাস্থ্য অধিদপ্তর- এর কর্মকর্তাগণ নিজ নিজ প্রতিষ্ঠান থেকে যথাযোগ্য মর্যাদায় আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন করেন।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *