নিজস্ব প্রতিনিধি (ঝিনাইদহ) : আজ শনিবার ২ মার্চ সকালে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি’র মহেশপুর ব্যাটালিয়ন (৫৮ বিজিবি) নিজস্ব গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জানতে পারে যে, অত্র ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ মাটিলা সীমান্ত এলাকা দিয়ে স্বর্ণের একটি বড় চালান বাংলাদেশ থেকে ভারতে পাচার হবে। এ প্রেক্ষিতে অত্র ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্নেল এইচ এম সালাহউদ্দিন চৌধুরীর নেতৃত্বে মাটিলা বিওপির একটি বিশেষ টহলদল সীমান্ত মাটিলা এলাকায় মাঠের মধ্যে এ্যাম্বুশ স্থাপন করে।
আনুমানিক ১১ টা ৪৫ মিনিটের সময় গোয়েন্দা তথ্যের বর্ণনা মোতাবেক কতিপয় ব্যক্তি সীমান্ত সংলগ্ন কৃষিজমিতে কাজ করার বাহানায় স্বর্ণের চালানটি ভারতে পাচারের চেষ্টা করলে বিজিবি টহলদল তাদেরকে চ্যালেঞ্জ করে। বিজিবির উপস্থিতি টের পেয়ে উক্ত ব্যক্তিরা একটি প্যাকেট ফেলে দৌড়ে ভারতের অভ্যন্তরে পালিয়ে যায়।
পরবর্তীতে টহলদল উক্ত স্থানে তল্লাশি চালিয়ে সাদা প্যাকেটে মোড়ানো অবস্থায় ৫ কেজি করে ৫টি স্বর্ণের উদ্ধার করে। উদ্ধারকৃত স্বর্ণের বারের আনুমানিক সিজার মূল্য ৪,৩৫,০৯,৯৪৫ (চার কোটি পঁয়ত্রিশ লক্ষ নয় হাজার নয়শত পঁয়তাল্লিশ) টাকা।
স্বর্ণের বারগুলো যথাযথ প্রক্রিয়ায় জমাকরণের কার্যক্রম এবং পলাতক আসামীর বিরুদ্ধে মামলা দায়েরের কার্যক্রম চলমান রয়েছে।