৭ মার্চের ঐতিহাসিক ভাষনের মধ্য দিয়ে বাঙ্গালির মুক্তি সংগ্রামের শুভ সুচনা হয়েছিল : শরণখোলায় এমপি সোহাগ

Uncategorized ইতিহাস ঐতিহ্য খুলনা গ্রাম বাংলার খবর বিশেষ প্রতিবেদন রাজনীতি সারাদেশ

নইন আবু নাঈম তালুকদার, (বাগেরহাট) : ১৯৭১ সালের ৭ মার্চের ঐতিহাসিক ভাষনের মধ্য দিয়ে বাঙ্গালীর মুক্তি সংগ্রামের শুভ সূচনা হয়েছিল। এ ভাষনে উদ্বুদ্ধ হয়েই এ দেশের স্বাধীনতাকামী মানুষেরা মুক্তিযুদ্ধে ঝাপিয়ে পড়ে। ৮ মার্চ শুক্রবার বিকেলে বাগেরহাটের শরণখোলায় ঐতিহাসিক ৭ মার্চ উপলক্ষে উপজেলা আওয়ামী লীগের আয়োজনে রায়েন্দা সরকারী পাইলট হাইস্কুল চত্বরে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধাণ অতিথির বক্তব্যে বাগেরহাট-৪ আসনের সংসদ সদস্য এইচএম বদিউজ্জামান সোহাগ একথা বলেন।


বিজ্ঞাপন

উপজেলা আওয়ামী লীগের সভাপতি আজমল হোসেন মুক্তার সভাপতিত্বে ও সাধারন সম্পাদক আসাদুজ্জামান মিলন এর সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি ছিলেন শরণখোলা উপজেলা পরিষদের চেয়ারম্যান রায়হান উদ্দিন শান্ত, জেলা আওয়ামী লীগের সদস্য এম সাইফুল ইসলাম খোকন।

এ সময় আরও বক্তব্য রাখেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান হাসানুজ্জামান পারভেজ, খোন্তাকাটা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও ইউপি চেয়ারম্যান জাকির হোসেন খাঁন মহিউদ্দিন, রায়েন্দা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারন সম্পাদক জালাল আহমেদ রুমী, উপজেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক হাসানুজ্জামান জমাদ্দার, ছাত্রলীগের সাবেক সভাপতি বাদশা আলমগীর আলম।

বদিউজ্জামান সোহাগ বলেন, শরণখোলার উন্নয়নে ইতিমধ্যে বিশুদ্ধ সুপেয় পানি ব্যবস্থাপনার জন্য পুকুর সংস্কার ও বৃষ্টির পানি সংরক্ষনের জন্য ট্যাংকি বিতরণ সহ বেশ কয়েকটি উন্নয়নমূলক প্রকল্প গ্রহণ করা হয়েছে। খুব শীগ্রই টেকনিক্যাল কলেজের জমি অধিগ্রহণ সহ রায়েন্দা খালের সেতু নির্মান কাজ শিগ্রই শুরু হবে, অন্যদিকে শরণখোলায় শেখ রাসেল মিনি ষ্টেডিয়ামের নির্মান করার লক্ষে একটি প্রকল্প মন্ত্রনালয়ে পাঠানো হয়েছে। এছাড়া শরণখোলায় পানি উন্নয়ন বোর্ডের ৩৫/১ পোল্ডারের ভাঙ্গন কবলিত বগি থেকে সাউথখালী পর্যন্ত নদী শাসনের বিষয়টি মহান জাতীয় সংসদে উত্থাপন করা হয়েছে বলে তিনি জানান।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *