বঙ্গবন্ধু ৪৩তম জাতীয় সাইক্লিং প্রতিযোগিতায় বিজিবি চ্যাম্পিয়ন

Uncategorized ইতিহাস ঐতিহ্য খুলনা জাতীয় প্রশাসনিক সংবাদ বিশেষ প্রতিবেদন সারাদেশ

নিজস্ব প্রতিবেদক  :  বঙ্গবন্ধু ৪৩তম জাতীয় সাইক্লিং প্রতিযোগিতা- ২০২৪ এ বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।


বিজ্ঞাপন

গত ৮ মার্চ থেক ১০ মার্চ  নড়াইল বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ স্টেডিয়ামে অনুষ্ঠিত ‘বঙ্গবন্ধু ৪৩তম জাতীয় সাইক্লিং প্রতিযোগিতায় বাংলাদেশ সেনাবাহিনী, বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি), বাংলাদেশ পুলিশ, বাংলাদেশ আনসার এবং জেল পুলিশসহ সর্বমোট ৩০টি দল অংশগ্রহণ করে। প্রতিযোগিতার ফাইনালে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ৬টি স্বর্ণ, ১টি রৌপ্য ও ২টি তাম্র পদক পেয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।


বিজ্ঞাপন

প্রতিযোগিতায় ৬০ কি.মি. রোড টিম টাইম ট্রায়ালে ল্যাঃ নাঃ সবুর হোসেন, ল্যাঃ নাঃ রাজিব মিয়া, ল্যাঃ নাঃ ছালাম মোল্লা এবং সিপাহী সুমন রেজা স্বর্ণ পদক; ১২০০ মিটার অলিম্পিক স্প্রিন্টে ল্যাঃ নাঃ সবুর হোসেন এবং সিপাহী সুমন রেজা স্বর্ণ পদক; ৪০০০ মিটার ইনডিভিজুয়াল টাইম ট্রায়ালে ল্যাঃ নাঃ সবুর হোসেন স্বর্ণ পদক; ৪০০০ মিটার টিম টাইম ট্রায়ালে ল্যাঃ নাঃ সবুর হোসেন, ল্যাঃ নাঃ রাজিব মিয়া, ল্যাঃ নাঃ ছালাম মোল্লা এবং সিপাহী সুমন রেজা স্বর্ণ পদক; ৩০ কি.মি. রোড ইনডিভিজুয়াল মহিলায় সিপাহী নিশি খাতুন স্বর্ণ পদক; ৫০০ মিটার টাইম ট্রায়াল মহিলা বিভাগে সিপাহী নিশি খাতুন স্বর্ণ পদক; ১০০০ মিটার টাইম ট্রায়াল পুরুষ বিভাগে সিপাহী সুমন রেজা রৌপ্য পদক; ১২০০ মিটার অলিম্পিক স্প্রিন্ট মহিলা বিভাগে সিপাহী নিশি খাতুন, সিপাহী নাজনীন আক্তার এবং সিপাহী সোনিয়া আক্তার তাম্র পদক এবং ২০০০ মিটার ইনডিভিজুয়াল টাইম ট্রায়াল মহিলা বিভাগে সিপাহী নয়ন মনি তাম্র পদক অর্জন করেছে


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *