বাংলাদেশ কোস্টগার্ড বহরে নতুন দুটি জাহাজ ও হেলিকপ্টার যুক্ত হবে

Uncategorized কর্পোরেট সংবাদ জাতীয় প্রশাসনিক সংবাদ বিজ্ঞান ও প্রযুক্তি বিশেষ প্রতিবেদন সারাদেশ

নিজস্ব প্রতিবেদক :  আজ বাংলাদেশ কোস্টগার্ডের প্রতিষ্ঠাবার্ষিকীতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন কোস্টগার্ডের বহরে নতুন দুটি জাহাজ ও হেলিকপ্টার যুক্ত হবে। যুক্ত হবে আধুনিক মেরিটাইম সার্ভিল্যান্স সিস্টেম। অচিরেই ত্রিমাত্রিক বাহিনী হতে চলেছে বাংলাদেশ কোস্টগার্ড।


বিজ্ঞাপন

নিজস্ব প্রশিক্ষণ বেইজ নির্মাণ করা ও অত্যাধুনিক নৌযান সংযোজনে কোস্টগার্ড সদস্যরা এখন অনেক দক্ষ জানিয়ে তিনি বলেন, প্রাচ্য-পাশ্চাতের মধ্যে সেতুবন্ধ করতে পারে বাংলাদেশ। সে জন্য সমুদ্র উপকূলের নিরাপত্তা বিধান একান্তভাবে দরকার। সব বাহিনীকেই আধুনিক স্মার্ট বাহিনী হিসেবে গড়ে তোলা হবে।


বিজ্ঞাপন

অনুষ্ঠানে প্রধানমন্ত্রী কোস্টগার্ডের নবনির্মিত ৬টি ভৌত অবকাঠামো-বিসিজি স্টেশন কুতুবদিয়া, মহেশখালী, মিরসরাই, সন্দ্বীপ, নিদ্রাসকিনা ও বিসিজি আউটপোস্ট শাহপরী এবং বঙ্গবন্ধু স্যাটেলাইটের সহায়তায় পরিচালিত বাংলাদেশ কোস্টগার্ডের সদর দপ্তরসহ ৩ জোন, ৬ জাহাজ এবং ৭টি স্টেশনে নবসংযোজিত ‘ভাসটেন্ট সিস্টেম’ ভার্চুয়ালি উদ্বোধন করবেন। কোস্টগার্ড সদর দপ্তর জানায়, এবার ১০ জন করে মোট ৪০ সদস্য পাচ্ছেন কোস্টগার্ড, কোস্টগার্ড (সেবা), প্রেসিডেন্ট কোস্টগার্ড ও প্রেসিডেন্ট কোস্টগার্ড (সেবা) পদক। (তথ্য সূত্র ও ছবি ডিফেন্স রিসার্চ ফোরাম)


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *