কর্তৃপক্ষের কার্যক্রমকে অর্জন করতে চাই : বিএফএসএ’র নবনিযুক্ত চেয়ারম্যান জাকারিয়া

Uncategorized কর্পোরেট সংবাদ ঢাকা বিশেষ প্রতিবেদন রাজধানী

নিজস্ব প্রতিবেদক  :  বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের (বিএফএসএ) নবনিযুক্ত চেয়ারম্যান  জাকারিয়া দায়িত্ব গ্রহণ শেষে অনুষ্ঠিত মতবিনিময় সভায় বলেন, “সভার অসাধারণ অনুসারে অসাধারণভাবে কাজ করার মাধ্যমে এ কর্তৃপক্ষকে অর্জন করতে চাই।”


বিজ্ঞাপন

আজ বৃহস্পতিবার সকাল সাড়ে নয়টায় কর্তৃপক্ষের প্রশিক্ষণ কক্ষে আয়োজিত এ সভায় সভাপতির বক্তব্যে তিনি বলেন, ” খাদ্যশস্যের পরিমাণগত (কোয়ান্টিটি) অর্জন আমরা করেছি। গুণগতমান (কোয়ালিটি) অর্জন করার জন্যই মূলত এ কর্তৃপক্ষ প্রতিষ্ঠা করা হয়েছে।”


বিজ্ঞাপন

তিনি বিদ্যমান সমস্যাসমূহ সমাধানের মাধ্যমে সামনে এগিয়ে যাবার আশাবাদ ব্যক্ত করে বলেন, “নতুন প্রতিষ্ঠানে বিভিন্ন সমস্যা থাকবে। সমস্যাগুলো যথাযথভাবে সমাধানের চেষ্টা করা হবে।” কর্তৃপক্ষের সাংগাঠনিক কাঠামো সংস্কার, পদ সৃজন, আইন সংশোধন, সিপিএফ-জিপিএফ চালুসহ বিভিন্ন বিষয় একাগ্রতার সাথে সমাধানের আশ্বাস প্রদান করেন।

কর্মকর্তা-কর্মচারীদের সময়নিষ্ঠতা বজায় রাখার জন্য, সামর্থ্য অনুসারে অসাধারণভাবে কাজ করার এবং নিয়ম-বহির্ভূত কোনো কাজ না করার নির্দেশনা প্রদান করেন।এছাড়া, সবাইকে সামনে নিয়েই তিনি এ প্রতিষ্ঠানকে গড়ে তোলার আশাবাদ ব্যক্ত করেন।

মতবিনিয়ম সভায় উপস্থিত ছিলেন কর্তৃপক্ষের সদস্যবৃন্দ যথাক্রমে আবু নূর মোঃ শামসুজ্জামান, নাজমা বেগম, ড. মোহাম্মদ মোস্তফা ও প্রফেসর ড. মোহাম্মদ শোয়েব। এছাড়াও কর্তৃপক্ষের পরিচালক, অতিরিক্তি পরিচালকসহ অন্যান্য উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *