খুলনার ফুলতলা উপজেলার করিমুন্নেছা ক্লিনিক এবং ডায়াগনস্টিক সেন্টারে  মোবাইল কোর্ট : অপারেশন থিয়েটার সিলগালাসহ জরিমানা আদায় 

Uncategorized অনিয়ম-দুর্নীতি অপরাধ আইন ও আদালত খুলনা গ্রাম বাংলার খবর প্রশাসনিক সংবাদ বিশেষ প্রতিবেদন সারাদেশ স্বাস্থ্য

মামুন মোল্লা (খুলনা)  :  ফুলতলা  উপজেলা নির্বাহী অফিসার তাসনীম জাহান আজ বৃহস্পতিবার  ১৪ মার্চ, বিকালে উপজেলার করিমুন্নেছা ক্লিনিক এবং ডায়াগনস্টিক সেন্টারে  মোবাইল কোর্ট পরিচালনা করেন।


বিজ্ঞাপন

উক্ত মোবাইল কোর্ট পরিচালনা কালে করিমুন্নেছা ক্লিনিক এবং ডায়াগনস্টিক সেন্টারে ভোক্তা সংরক্ষণ আইন ২০০৯ এর ৫৩ ধারার অপরাধ লঙ্ঘন এর দায়ে মাসুদ মোল্লা নামে ব্যক্তি কে ৫০, হাজার টাকা জরিমানা করেন এবং  একই প্রতিষ্ঠানের চিকিৎসক সৌমিত্র মজুমদার কে মেডিকেল প্র্যাকটিস এবং বেসরকারি ক্লিনিক ও ল্যাবরেটরি নিয়ন্ত্রণ অধ্যাদেশ ১৯৮২ এর ১৩(১) ধারা আইন লঙ্ঘনের অপরাধের দায়ে ৫ হাজার টাকা জরিমানা করেন।

সঠিক কাগজপত্র, লাইসেন্স দেখাতে ব্যর্থ হওয়ায় উক্ত  প্রতিষ্ঠানে অপারেশন থিয়েটার সিল গালা করা হয় একই সাথে অন্য একটি প্রতিষ্ঠান নিউ ফুলতলা প্যাথলজি সেন্টারে ভোক্তা সংরক্ষণ আইন ২০০৯ এর ৫৩ ধারার একই অপরাধ লঙ্ঘনের দায়ে মোঃ মাসুদুর রহমান  নামে এক ব্যক্তি কে ৫০ হাজার টাকা  জরিমানা করেন।

২টি প্রতিষ্ঠানে সর্বমোট ১ লক্ষ ৫ হাজার টাকা জরিমানা  আদায় করা হয়।মোবাইল কোর্ট পরিচালনা কালে উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ জেসমিন আরা, উপজেলা আবাসিক মেডিকেল অফিসার ডাঃ হাসিবুর রহমান এবং স্যানিটারী ইন্সপেক্টর মোঃ দেলোয়ার হোসেন।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *