বঙ্গবন্ধুর  ১০৪তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস  উপলক্ষে কুমিল্লা পিটিআইতে আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত 

Uncategorized ইতিহাস ঐতিহ্য গ্রাম বাংলার খবর জাতীয় বিশেষ প্রতিবেদন সারাদেশ

তাপস চন্দ্র সরকার, (কুমিল্লা) :  বঙ্গবন্ধুর স্বপ্ন ধরে, আনব হাসি সবার ঘরে-এই প্রতিপাদ্যকে সামনে রেখে ১৭ মার্চ জাতীয় শিশু দিবস ও বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৪তম জন্মবার্ষিকী উপলক্ষে কুমিল্লা প্রাইমারি টিচার্স ট্রেনিং ইন্সটিটিউটের উদ্যোগে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে গভীর শ্রদ্ধাঞ্জলি শেষে আলোচনা সভা, কবিতা আবৃত্তি ও চিত্রাঙ্কন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।


বিজ্ঞাপন

ওই অনুষ্ঠানে বক্তব্য রাখেন কুমিল্লা প্রাইমারি টিচার্স ট্রেনিং ইন্সটিটিউট এর সহকারী সুপারিন্টেন্ডেন্ট রৌশন আরা চৌধুরী, সহকারী সুপারিন্টেন্ডেন্ট দেলোয়ার কুলসুম, ইন্সট্রাক্টর (সাধারণ) মোঃ আব্দুল গফুর, ইন্সট্রাক্টর (বিজ্ঞান) নাছরিন জাহান, ইন্সট্রাক্টর (সাধারণ) গোলাম হাক্কানী ও ইন্সট্রাক্টর (সাধারণ) সাইফুল ইসলাম তালুকদারসহ টিচার্স ট্রেনিং ইন্সটিটিউট এর প্রশিক্ষণার্থীরা।

এছাড়াও সামনের সারিতে উপস্থিত ছিলেন কুমিল্লা পিটিআই সংলগ্ন পরীক্ষণ বিদ্যালয়ের শিক্ষিকা কবিতা সরকার, দিলরুবা আক্তার, সুবর্ণা সাহা, উম্মে খাদিজা ও শিক্ষক মাকসুদুর রহমানসহ কুমিল্লা টিচার্স ট্রেনিং ইন্সটিটিউটের প্রশিক্ষণার্থী এবং পিটিআই সংলগ্ন পরীক্ষণ বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা ও শিক্ষার্থীরা। সবশেষে বঙ্গবন্ধুর আত্মার মাগফেরাত কামনায় দোয়া অনুষ্ঠিত হয়।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *