নিজস্ব প্রতিবেদক : আসলে বেশিরভাগ কেন্দ্রেই ভোটগ্রহণ বলে কিছু হয়নি বলে জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন বিএনপি মনোনীত মেয়র প্রার্থী ইশরাক হোসেন। শনিবার (০১ ফেব্রুয়ারি) ভোট শেষে এক প্রতিক্রিয়ায় এ কথা জানান ইশরাক হোসেন।
ইশরাক অভিযোগ করে বলেন, ৬০ শতাংশ কেন্দ্রে এজেন্টদের বের করে বোতাম টিপে তারা নিজেরাই ভোট দিয়ে দেয়। পরিবেশ অশান্ত চাইনি বলে প্রতিরোধ গড়ে তোলার নির্দেশ দিইনি।
তিনি বলেন, এজেন্টদের রক্তাক্ত করে বের করে দেয়া হয়েছে। অভিনব চুরির নতুন পদ্ধতি সারা দেশেই ছড়িয়ে দেয়ার চেষ্টা করবে।
আমাদের লড়াই শুরু হলো মাত্র।
শনিবার সকাল ৮টায় ইলেক্ট্রনিক ভোটিং মেশিনের (ইভিএম) মাধ্যমে ভোটগ্রহণ শুরু হয়। বিরতিহীনভাবে ভোটগ্রহণ চলে বিকেল ৪টা পর্যন্ত। এরপর শুরু হয়েছে ভোট গণনা।
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে ভোটার ২৪ লাখ ৫৩ হাজার ১৯৪ জন। এরমধ্যে পুরুষ ১২ লাখ ৯৩ হাজার ৪৪১ এবং নারী ১১ লাখ ৫৯ হাজার ৭৫৩। ভোটকেন্দ্রের সংখ্যা ১ হাজার ১৫০। সাধারণ ওয়ার্ড ৭৫ ও সংরক্ষিত ওয়ার্ড ২৫টি। এ ছাড়াও ভোট-কক্ষের সংখ্যা রয়েছে ৮৭৬টি।