ব্রাহ্মণবাড়িয়ার  নবীনগরে পুলিশ দেখে ১০০ কেজি জাটকা ইলিশ ফেলে পালিয়েছে মালিক

Uncategorized আইন ও আদালত গ্রাম বাংলার খবর জাতীয় প্রশাসনিক সংবাদ বিশেষ প্রতিবেদন সারাদেশ

বিপ্লব নিয়োগী তন্ময় (ব্রাহ্মণবাড়িয়া) : ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার শ্যামগ্রাম ইউনিয়নের মানিকনগর মেঘনা নদীর লঞ্চঘাট এলাকা হইতে মালিক বিহীন পরিত্যক্ত অবস্থায় ১০০ কেজি জাটকা


বিজ্ঞাপন

ইলিশ উদ্ধার করেছেন সলিমগঞ্জ নৌ-পুলিশ।গত রোববার ১৭ মার্চ, উপজেলার মানিকনগর বাজার লঞ্চঘাট এলাকায় অভিযান চালিয়ে এ জাটকা ইলিশ উদ্ধার করা হয়।


বিজ্ঞাপন

এ তথ্য নিশ্চিত করে সলিমগঞ্জ নৌ-পুলিশের ইনচার্জ এসআই মোঃ কায়সার মাতুব্বর বলেন, গোপন তথ্যের ভিত্তিতে গত রোববার ১৭ মার্চ, পুলিশ সুপার আব্দুল্লাহ আল মামুন এর নির্দেশনায় উপজেলার মানিকনগর বাজার লঞ্চঘাট এলাকায় মেঘনা নদীতে অভিযান চালানো হয়।

এসময় মানিকনগর বাজার বিআইডব্লিউটিএ লঞ্চঘাট পল্টনের উপর থেকে মালিক বিহীন পরিত্যক্ত অবস্থায় ১০০ কেজি জাটকা ইলিশ উদ্ধার করা হয়। পরে জব্দ করা জাটকা ইলিশ এতিমখানা ও দুস্থদের মাঝে বিতরণ করা হয়।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *