বঙ্গবন্ধুর জন্মদিন উপলক্ষে কুলাউড়া সদর ইউনিয়নে শিক্ষা উপকরণ বিতরণ

Uncategorized জাতীয় বিশেষ প্রতিবেদন মানবিক খবর রাজনীতি শিক্ষাঙ্গন সারাদেশ সিলেট

নিজস্ব প্রতিনিধি (সিলেট) : বঙ্গবন্ধুর জন্মদিনকে উপলক্ষ করে মাস ব্যাপী কুলাউড়া পৌরসভা ও উপজেলার ১৩টি ইউনিয়নে তিন হাজার শিক্ষার্থীদের মধ্যে শিক্ষা উপকরণ বিতরনের উদ্যোগ নিয়েছেন, বাংলাদেশ আওয়ামী লীগ অর্থ ও পরিকল্পনা বিষয়ক উপ কমিটির সদস্য, আব্দুল লতিফ খান ফাউন্ডেশন এর ট্রাস্টি, সাবেক ডেপুটি সার্জেন্ট এট আর্মস, স্কোয়াড্রন লীডার (অবঃ) সাদরুল আহমেদ খান ।


বিজ্ঞাপন

এই কার্যক্রমের প্রতিপাদ্য বিষয় ” শেখ রাসেল নির্মলতার প্রতীক, দুরন্ত প্রাণবন্ত নির্ভীক। ” শিক্ষা উপকরণে শেখ রাসেলের দুর্লভ কিছু ছবি ব্যবহার করা হয়েছে। a picture speaks more then thousand words এ মাধ্যমেই আজকের দিনের শিক্ষার্থীরা শিশু রাসেল সম্পর্কে জানতে পারবে। পাশাপাশি শিক্ষা সহায়ক উপকরণ শিক্ষার্থীদের এবং অভিবাবকদের পড়ালেখার প্রতি আকৃষ্ট করবে এমনটাই আশা করছেন আয়োজক স্কোয়াড্রন লীডার (অবঃ) সাদরুল আহমেদ খান ।

আজ ২০ মার্চ কুলাউড়া সদর ইউনিয়নের হোসেনিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষা উপকরণ বিতরণে উপস্থিত ছিলেন পরিচালনা কমিটির সভাপতি রেদওয়ান খান, ইউপি সদস্য ছালিক আহমেদ, ইউপি সদস্যা হাছিনা বেগম ডলি, মিনার বক্স, প্রধান শিক্ষিকা নুরজাহান বেগম, অন্যান্য শিক্ষকদের মধ্যে আজিজা সুলতানা, সুপ্তা রাণী পাল, মমতাজ বেগম,রোহেনা আক্তার, মিলি রাণী দাস,সুবর্ণা দাস, প্রমুখ। অনুসঠান পরিচালনা করেন এপি তালুকদার জনি।

একই ইউনিয়নের গাজিপুর চাবাগান প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষা উপকরণ বিতরণে উপস্থিত ছিলেন প্রধান শিক্ষক গোপাল কানু, শিক্ষক আব্দুর রহিম, ফরহাদ রেজা,এপি তালুকদার জনি, মিনার বক্স ইউপি সদস্যা হাছিনা আক্তার ডলি প্রমুখ।

একই ইউনিয়নের আলাউদ্দিন সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বিতরণে উপস্থিত ছিলেন প্রধান শিক্ষক ইদ্রিস মিয়া, ইউপি সদস্যা হাছিনা আক্তার ডলি,এপি তালুকদার জনি, মিনার বক্স, শিক্ষকদের মধ্যে জান্নাতুল ফেরদৌস, সিপা রানী নাথ, ফারহান আক্তার প্রমুখ।

এদিকে শেখ রাসেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বিতরণে উপস্থিত ছিলেন শিক্ষিকা হাফসা আক্তার দিলরোবা, জায়েদা বেগম, পরিচালনা কমিটির সভাপতি মাগফুর আহমেদ, ইউপি সদস্যা হাছিনা আক্তার ডলি, এপি তালুকদার জনি, মিনার বক্স প্রমুখ।

উল্লেখ্য গত ১৮ মার্চ তারখে জয়চন্ডী ইউনিয়ন, ১৯ তারিখে ভূকশিমইল ইউনিয়নে এই কার্যক্রম অনুসঠিত হয়, পর্যায়ক্রমে সারা উপজেলাব্যাপী চলবে।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *