রংপুরে  ১৫টি প্রতিষ্ঠানে বিএসটিআই’র সার্ভিল্যান্স অভিযান পরিচালনা

Uncategorized আইন ও আদালত বিশেষ প্রতিবেদন রংপুর সারাদেশ

নিজস্ব প্রতিনিধি (রংপুর)  :  আজ রবিবার  ২৪ মার্চ বাংলাদেশ স্ট্যান্ডার্ড এন্ড টেস্টিং ইনস্টিটিউশন  (বিএসটিআই) এর রংপুর  বিভাগীয় কার্যালয়ের উদ্যোগে রংপুর মহানগরীর বিভিন্ন এলাকায় একটি সার্ভিল্যান্স অভিযান পরিচালিত হয়। উক্ত সার্ভিল্যান্স অভিযানে-স্বাস্থ্যসম্মত পরিবেশে খাদ্যপণ্য উৎপাদন ও পণ্যের সিএম লাইসেন্স গ্রহণের পরামর্শ প্রদান করা হয়।


বিজ্ঞাপন

এর মধ্যে  মেসার্স এলকাড ল্যাবরেটরি, রবার্টসনগঞ্জ, মহানগর, রংপুর – সফট ড্রিংকস পাউডার, মেসার্স হাড়ি মিষ্টি, রবার্টসনগঞ্জ, মহানগর, রংপুর- পণ্য- দই। মেসার্স মহুয়া ব্রেড এন্ড কনফেকশনারি, প্রেসক্লাব সংলগ্ন, মহানগর, রংপুর, পণ্য- লাচ্ছা সেমাই।,মেসার্স ভাই ভাই লাচ্ছা সেমাই, চান্দকুঠি, সাহেবগঞ্জ, মহানগর, রংপুর পণ্য- চানাচুর, মেসার্স মা লাচ্ছা সেমাই, চান্দকুঠি, সাহেবগঞ্জ, মহানগর, রংপুর পণ্য- লাচ্ছা সেমাই, মেসার্স আসল স্বাদ বেকারি, ময়নাকুঠি, মহানগর, রংপুর বেকারী, পণ্য- বেকারী পণ্য, মেসার্স সানজিদা বেকারি, বকসা, ময়নাকুঠি, মহানগর, রংপুর, পণ্য- বেকারী পণ্য, মেসার্স নিউ মা বেকারি, ময়নাকুঠি, মহানগর, রংপুর, পণ্য- বেকারী পণ্য, মেসার্স শাকিলা বেকারি, ময়নাকুঠি, মহানগর, রংপুর, পণ্য- লাচ্ছা সেমাই, মেসার্স পুষ্টি বেকারি, বকসা, ময়নাকুঠি, মহানগর, রংপুর পণ্য- বেকারী পণ্য, মেসার্স ছামীম আকবরিয়া বেকারী, বেণুঘাট, চওড়াহাট, সদর, রংপুর, পণ্য- লাচ্ছা সেমাই, মেসার্স রানা বেকারি, বেণুঘাট, চওড়াহাট, সদর, রংপুর, পণ্য- বেকারী পণ্য, মেসার্স সোনালী বেকারি, জলছত্র, মহানগর, রংপুর, পণ্য- লাচ্ছা সেমাই, মেসার্স ভাই ভাই ফুড প্রোডাক্ট, ওমরকুঠি, মহানগর, রংপুর, পণ্য- চানাচুর এবং  মেসার্স আপন তামান্না ফুড প্রোডাক্টস, ওমরকুঠি, মহানগর, রংপুর, পণ্য- চানাচুর উল্লেখযোগ্য।

বাংলাদেশ স্ট্যান্ডার্ড এন্ড টেস্টিং ইনস্টিটিউশন  (বিএসটিআই) এর রংপুর বিভাগীয় অফিসের সহকারী পরিচালক (সিএম) প্রকৌঃ মোঃ জাহিদুর রহমান এর নেতৃত্বে অভিযানটি পরিচাললিত হয়। উক্ত অভিযানটিতে আরোও উপস্থিত ছিলেন ফিল্ড অফিসার (সিএম) খন্দকার মোঃ জামিনুর রহমান ও প্রকৌঃ মোঃ তাওহিদ আল আমিন।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *