নড়াইলে যথাযজ্ঞ মর্যাদায় মহান স্বাধীনতা দিবস পালিত

Uncategorized ইতিহাস ঐতিহ্য খুলনা গ্রাম বাংলার খবর জাতীয় বিশেষ প্রতিবেদন সারাদেশ

মো:রফিকুল ইসলাম,(নড়াইল) :  নড়াইলে যথাযজ্ঞ মর্যাদায় ২৬ মার্চ মহান স্বাধীনতা দিবস পালিত হয়েছে। (২৬ মার্চ) মঙ্গলবার জেলা প্রশাসন,নড়াইলের আয়োজনে দিবসটি উদযাপন উপলক্ষে প্রত্যুষে ৩১ বার তোপধ্বণির মাধ্যমে দিবসের শুভ সুচনা করা হয়,পরে জাতীয় পতাকা উত্তোলন শেষে মুক্তিযুদ্ধে শহীদ ও বীর মুক্তিযোদ্ধাদের স্মৃতির উদ্দেশ্যে শহীদের স্মৃতি স্তম্ভ,গন কবর,বধ্যভূমি ও বঙ্গবন্ধুর মুর‌্যালে এবং বাংলাদেশ চেতনা চত্ত্বরে স্থাপিত বঙ্গবন্ধু ম্যুরালে জেলা প্রশাসন,জেলা পরিষদ,পুলিশ প্রশাসন,মুক্তিযোদ্ধা সংসদ,আওয়ামী-লীগ,নড়াইল পৌরসভা,নড়াইল সরকারি মহিলা কলেজ,জেলা আইনজীবি সমিতিসহ বিভিন্ন রাজনৈতিক দলসহ সরকারি বিভিন্ন দপ্তরসমূহ,সরকারি-বেসরকারি সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকে পুস্পমাল্য অর্পণ,মোনাজাত,গণকবর জিয়ারত করা হয়।


বিজ্ঞাপন

এ সময় জেলা প্রশাসক মোহাম্মদ আশফাকুল হক চৌধুরী,পুলিশ সুপার মেহেদী হাসান,নড়াইল সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর বিশ্বজিৎ কুমার ভৌমিক,পদার্থবিদ্যার সহযোগী অধ্যাপক মোঃ আকবর আহমেদ,বাংলা বিভাগের সরকারি প্রভাসক বিশ্বজিৎ কুমার বিশ্বাস,জেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামী-লীগের সভাপতি অ্যাডভোকেট সুবাস চন্দ্র বোস,সিভিল সার্জন ডা: সাজেদা বেগম,স্থানীয় সরকার বিভাগ,নড়াইলের উপ-পরিচালক জুলিয়া সুকায়না, অতিরিক্ত জেলা প্রশাসক ( সার্বিক) শাশ্বতী শীল, পৌর-মেয়র আঞ্জুমান আরা,সরকারি কর্মকর্তা,বীর মুক্তিযোদ্ধা,সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ উপস্থিত ছিলেন।


বিজ্ঞাপন

এছাড়াও জেলা আওয়ামী-লীগসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকে আলাদা,আলাদা ভাবে কর্মসুচি পালিত হচ্ছে। দিবসের অন্যান্য কর্মসচির মধ্যে রয়েছে বীরশ্রেষ্ঠ নুর মোহম্মদ ষ্টেডিয়ামে বর্ণাঢ্য কুচকাওয়াজ,শিশু একাডেমিতে শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠান,শিল্পকলা অডিটোরিয়ামে মুক্তিযোদ্ধা ও পরিবারের সংবর্ধনা,আলোচনা সভা, মুক্তিযুদ্ধ ভিত্তিক চলচ্চিত্র ও প্রমান্য চিত্র প্রদর্শন , এতিমখানা,জেলখানা,হাসপাতালে উন্নত মানের খাবার পরিবেশন,মসজিদ,মন্দির,গীর্জায় প্রার্থণা, আলোকসজ্জাসহ বিভিন্ন কর্মসূচি।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *