মোঃ সাইফুর রশিদ চৌধুরী : গোপালগঞ্জ জেলা পুলিশ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস-২০২৪ যথাযোগ্য মর্যাদায় বিভিন্ন কর্মসূচীর মাধ্যমে পালন করেছেন। কর্মসূচীর অংশ হিসাবে ২৬ মার্চ সকাল ৯:০০ ঘটিকায় স্বাধীনতা ও বিজয় স্মৃতিস্তম্ভে জেলা পুলিশের পক্ষে সকল শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে পুষ্পস্তবক অর্পন করেন গোপালগঞ্জ জেলা পুলিশ সুপার আল-বেলী আফিফা, পিপিএম।
এরপর জেলা পুলিশের পক্ষ থেকে সদর উপজেলা পরিষদ সংলগ্ন ৭১ এর বধ্যভূমিতে শহীদ স্মৃতি স্তম্ভে শহীদদের স্মরণে পুলিশ সুপার পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানান।
এ সময় জেলা পুলিশের বিভিন্ন স্তরের অফিসার ও সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। এরপর জেলা প্রশাসনের আয়োজনে শহরের শেখ কামাল ক্রিকেট স্টেডিয়ামে জেলা পুলিশের নেতৃত্বে জেলা আনসার, ফায়ার সার্ভিস, কারারক্ষী ও বিএনসিসি সদস্যদের অংশগ্রহণে কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়।
উক্ত অনুষ্ঠানে জেলা প্রশাসক ও পুলিশ সুপার কুচকাওয়াজ পরিদর্শন ও অভিবাদন গ্রহণ করেন। জাতীয় সঙ্গীতের সাথে সাথে পতাকা উত্তোলন, বেলুন ও কবুতর উড়িয়ে মহান স্বাধীনতা জাতীয় দিবস ২০২৪ এর অনুষ্ঠানের শুভ সূচনা ঘোষণা করা হয়।
এরপর জেলা প্রশাসনের আয়োজনে শিল্পকলা একাডেমির শেখ ফজলুল হক মনি স্মৃতি মিলনায়তনে বীর মুক্তিযোদ্ধা ও শহীদ বীর মুক্তিযোদ্ধাদের পরিবারের সদস্যদের সংবর্ধনা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।
মিলাদ মাহফিল শেষে ইফতার সামগ্রী বিতরন করা হয়।
এ অনুষ্ঠানে “জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক নেতৃত্ব এবং দেশের উন্নয়ন” শীর্ষক আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে গোপালগঞ্জ জেলা পুলিশ সুপার বক্তব্য রাখেন। সভা শেষে পুরস্কার বিতরন করা হয়।