নিজস্ব প্রতিবেদক : বিএসটিআই এর রংপুর বিভাগীয় কার্যালয় এবং পাটগ্রাম উপজেলা প্রশাসন এর যৌথ উদ্যোগে আজ বৃহস্পতিবার ২৮ মার্চ, লালমনিরহাট জেলার পাটগ্রাম উপজেলায় একটি মোবাইল কোর্ট অভিযান পরিচালিত হয়।
উক্ত মোবাইল কোর্ট পরিচালনা কালে, লাচ্ছা সেমাই পণ্যের মোড়ক নিবন্ধন সনদ গ্রহণ না করায় মেসার্স নুরানী বেকারি, কলেজ মোড়, পাটগ্রাম, লালমনিরহাট এবং মেসার্স মদিনা বেকারি, পাটগ্রাম বাজার, পাটগ্রাম, লালমনিরহাটকে ২৪(১)/৪১ ধারা অনুযায়ী যথাক্রমে ১০,০০০ ও ৫০০০ টাকা করে মোট ১৫,০০০ টাকা জরিমানা করা হয়।
মোবাইল কোর্ট পরিচালনা করেন মোঃ আব্দুল ওয়াজেদ, নির্বাহী ম্যাজিস্ট্রেট, পাটগ্রাম, লালমনিরহাট।
প্রসিকিউটর হিসেবে ছিলেন মারুফা বেগম, ফিল্ড অফিসার (সিএম) এবং প্রকৌঃ প্রান্তজিত সরকার পরিদর্শক (মেট্রোলজি)।