রাজধানীর বেইলি রোডে অগ্নিকাণ্ডের ঘটনায় নিহত এড. আতাউর রহমান শামীমের স্মরণে স্মরণসভা ইফতার ও দোয়া মাহফিল

Uncategorized বিশেষ প্রতিবেদন মানবিক খবর রাজশাহী সারাদেশ

সাগর নোমানী,(রাজশাহী) :  রাজধানীর বেইলি রোডে গত ২৯শে ফেব্রুয়ারি, বৃহস্পতিবার যুক্তরাষ্ট্র আ.লীগের প্রতিষ্ঠাকালীন নেতা, আন্তর্জাতিক নির্বাচন পর্যবেক্ষণ সংস্থা ইউবিআইইএমও’র সিনিয়র সহ-সভাপতি, ইউএস বাংলা ইন্টারন্যাশনাল সোশ্যাল ওয়েলফেয়ার ফাউন্ডেশন এর প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান, দেশ-বিদেশে বহুল প্রচারিত সাপ্তাহিক গণবাংলার প্রকাশক ও সম্পাদক এডভোকেট আতাউর রহমান শামীমসহ সকল নিহতদের স্মরণে রাজশাহীর সিরোইল দোষর মন্ডলের মোর ‘অনুরাগ কমিউনিটি সেন্টারে’ স্মরণ সভা, দোয়া ইফতার মাহফিল ও বিতরণ অনুষ্ঠিত হয়।


বিজ্ঞাপন

বাংলাদেশ মফস্বল সাংবাদিক সোসাইটি ও রাজশাহী হিউম্যান রাইটস্ জার্নালিস্ট ইউনিয়নের আয়োজনে অনুষ্ঠিত হওয়া এ সভায় বক্তব্য রাখেন, ইউবিআইইএমও এর সাধারণ সম্পাদক এমএ বাশার, ইউবিআইইএমও এর ভাইস প্রেসিডেন্ট মো: সুমন সরদার, রাজশাহী প্রেসক্লাবের আজীবণ সদস্য গোলাম সারোয়ার, রাজশাহী প্রেসক্লাবের সভাপতি মো: সাইদুর রহমান,রাজশাহী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আসলামু-দ্দৌলা আসলাম, এটিএন টিভির রাজশাহী প্রতিনিধি সুজাউদ্দীন ছোটন,জাসদ রাজশাহী মহানগরের সভাপতি শিবলী, রাজশাহী রিপোর্টার্স ইউনিটির সভাপতি এস এম আব্দুল মুগনী নীরো,মাই টিভির রাজশাহী বিভাগীয় প্রতিনিধি শাহরিয়ার অন্তুসহ অন্যান্য নেতৃবৃন্দ।

রাজশাহী সাংবাদিক সংস্থার সদস্য সচিব ফয়সাল আহমেদের সঞ্চালনায় এ দোয়া মাহফিলের সভাপতিত্ব করেন রাজশাহী সাংবাদিক সংস্থার আহবায়ক মো: আজিবুর রহমান।

স্মরণ সভা, ইফতার ও দোয়া মাহফিলে উপস্থিততিগণ এডভোকেট আতাউর রহমান শামীমের কর্মজীবনের বিভিন্ন মানবিক কর্মকান্ডের স্মৃতিচারণ করেন ও সকল নিহতদের রুহের আত্মার মাগফেরাত কামনা করেন।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, ইউবিআইইএমও এর যুগ্ম সাধারণ সম্পাদক মীর দিনার হোসেন, সাংগঠনিক সম্পাদক উজ্জ্বল হোসেন প্রধান, সদস্য নির্বাচন পর্যবেক্ষণ অনুমোদন বোর্ড খোসরুল আরুণ নোমানী সাগর, হিউম্যান রাইটস্ জানালিষ্ট ইউনিয়ন সভাপতি কাজী আসাদুর রহমান টিটু, যুগ্ম সাধারণ সম্পাদক সাজেদুর হক টিটু, কোষাধ্যক্ষ জাকি, মহিলা বিষয় সম্পাদক ফারজানা, সহ-মহিলা বিষয় সম্পাদক মৌসুমি আক্তার, সাবেক মানবাধিকার সংগঠন সভাপতি মিজানুর রহমান পাইলট, নাসিম রেজা, রহিমা খানম সুমী, মোঃ তৌহিদ সরোয়ার,মুভি বাংলা টিভির রাজশাহী প্রতিনিধি রায়হানুল ইসলাম রাহান,দৈনিক বাংলাদেশ সমাচার রাজশাহী প্রতিনিধি জুবায়ের আলম রাজন, দৈনিক এই বাংলা প্রতিনিধি ফয়সাল সরকার রিচার্ড, দৈনিক বর্তমান রাজশাহী বুরো প্রধান নিমুল ইসলাম, ৭১- বাংলা প্রতিনিধি আব্দুল খালেক,রাজশাহী আলো ফয়সাল আহমেদ, সাংবাদিক সিহাবুল ইসলাম, আশরাফুল, সামিউল ইসলাম সামু, সাঈদ ইকবাল সনু, বাবুল,সুমন রেজা,মো: সাত্তার, রাহাত,বকুল, আরিফুল ইসলাম আরিফ, জনি,কমল প্রমুখ।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *