যোগাচার্য পরমহংস শ্রীশ্রীমৎ স্বামী জ্যোতিশ্বরানন্দ গিরি মহারাজের ১৯তম তিরোধান দিবস আগামীকাল 

Uncategorized গ্রাম বাংলার খবর জীবনী বিশেষ প্রতিবেদন সারাদেশ

তাপস চন্দ্র সরকার (কুমিল্লা) : আগামীকাল মঙ্গলবার ২ এপ্রিল  সীতাকুন্ড শঙ্কর মঠ ও মিশন, কলকাতার বারাসাতের শ্রীকৃষ্ণপুরের শঙ্কর মঠ ও ভারতের বিভিন্ন শঙ্কর মঠ এবং চাঁদপুর জেলার মতলব দক্ষিণ উপজেলাধীন চর চাঁদপুর (লামচরী) ব্রহ্মানন্দ যোগাশ্রমসহ বিভিন্ন মঠে চট্টগ্রাম সীতাকুণ্ড শঙ্কর মঠ ও মিশনের চতুর্থ যোগাচার্য পরমহংস শ্রীশ্রীমৎ স্বামী জ্যোতিশ্বরানন্দ গিরি মহারাজ এর ১৯তম শুভ তিরোধান দিবস সাড়ম্বরে একযোগে অনুষ্ঠিত হবে।


বিজ্ঞাপন

তদুপলক্ষে দিনব্যাপী আয়োজিত বিভিন্ন ধর্মীয় কর্মসূচির মধ্যে রয়েছে যথাক্রমে মঙ্গলারতি, গুরু বন্দনা, হরি ওঁ কীর্ত্তন, শ্রীশ্রী চন্ডীপাঠ, গৈরিক ও জাতীয় পতাকা উত্তোলন, প্রদীপ প্রজ্জ্বলন, বেলুন উড্ডয়ন, শান্তির কপোত অবমুক্তকরণের মাধ্যমে অনুষ্ঠানের শুভ উদ্বোধন, বিশ্বশান্তি শ্রীশ্রীগীতাযজ্ঞ, সনাতন ধর্ম মহাসম্মেলনসহ দুপুরে আগত ভক্ত শ্রোতার মাঝে প্রসাদ বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান।

ওই অনুষ্ঠানে সার্বিক সহযোগিতাসহ প্রতিটি পর্বে জাতি-ধর্ম নির্বিশেষে সকল ভক্ত-শিষ্যদের উপস্থিত থাকার জন্য বিশেষভাবে অনুরোধ জানিয়েছেন সীতাকুণ্ড শঙ্কর মঠ ও মিশনের পঞ্চম অধ্যক্ষ শ্রীশ্রীমৎ স্বামী তপনানন্দ গিরি মহারাজ।


বিজ্ঞাপন
👁️ 14 News Views

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *