বান্দরবানের রুমায় বিজিবি কর্তৃক স্বরাষ্ট্রমন্ত্রীকে গার্ড অব অনার প্রদান

Uncategorized চট্টগ্রাম জাতীয় প্রশাসনিক সংবাদ বিশেষ প্রতিবেদন সারাদেশ

নিজস্ব প্রতিনিধি (বান্দরবান)৷ : বান্দরবানের রুমায় সশস্ত্র সন্ত্রাসী গোষ্ঠী কুকি চিন ন্যাশনাল ফ্রন্ট (কেএনএফ) কর্তৃক সোনালী ব্যাংকের ম্যানেজারকে অপহরণ ও ব্যাংকের গার্ডে রক্ষিত পুলিশ/আনসার সদস্যদের অস্ত্র ও গোলাবারুদ লুটের ঘটনাস্থল পরিদর্শন করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান, এমপি।


বিজ্ঞাপন

স্বরাষ্ট্রমন্ত্রী আজ শনিবার (০৬ এপ্রিল ২০২৪) সকালে বিজিবি’র হেলিকপ্টার যোগে ঢাকা থেকে বান্দরবানের রুমায় পৌঁছান। মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী বিজিবি’র রুমা ব্যাটালিয়ন (৯ বিজিবি) এর হেলিপ্যাডে পৌঁছালে বিজিবি’র একটি সুসজ্জিত চৌকসদল তাঁকে গার্ড অব অনার প্রদান করে। এ সময় বিজিবি মহাপরিচালক মেজর জেনারেল মোঃ আশরাফুজ্জামান সিদ্দিকী, ওএসপি, বিএসপি, এসইউপি, এনডিসি, পিএসসি, এমফিল উপস্থিত ছিলেন।

পরে স্বরাষ্ট্রমন্ত্রী ঘটনাস্থল রুমা সোনালী ব্যাংক, রুমা উপজেলা জামে মসজিদ ও আনসার ব্যারাক পরিদর্শন করেন। পরিদর্শনকালে সাংবাদিকদের সাথে আলাপকালে স্বরাষ্ট্রমন্ত্রী কেএনএফের সশস্ত্র সন্ত্রাসীদেরকে আইনের আওতায় এনে কঠোর শাস্তির ব্যবস্থা করা হবে বলে হুঁশিয়ারি দেন।

এসময় পার্বত্য চট্টগ্রাম বিষয়ক  প্রতিমন্ত্রী কুজেন্দ্রলাল ত্রিপুরা, বান্দরবানের সংসদ সদস্য বীর বাহাদুর উশৈসিং, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিব মোঃ মোস্তাফিজুর রহমান বিপিএএ, পুলিশ মহাপরিদর্শক চৌধুরী আব্দুল্লাহ আল মামুন, আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল এ কে এম আমিনুল হক, ডিজিএফআই এর মহাপরিচালক মেজর জেনারেল হামিদুল হক, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা ও সেবা বিভাগের সচিব মোঃ আব্দুল্লাহ আল মাসুদ চৌধুরী, অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক মনিরুল ইসলাম, বিজিবি সদর দপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (জিএস শাখা) ব্রিগেডিয়ার জেনারেল মোঃ জাহাঙ্গীর আলম, র‌্যাবের অতিরিক্ত মহাপরিচালক কর্নেল মাহবুব আলম, এনএসআই এর পরিচালক লে.কর্নেল উজ্জ্বল আহমেদ, বিজিবি’র রুমা ব্যাটালিয়ন (৯ বিজিবি) এর অধিনায়ক লে. কর্নেল হাসিবুল হক, কক্সবাজার রিজিয়নের পরিচালক (অপারেশন), বান্দরবানের জেলা প্রশাসক ও পুলিশ সুপারসহ বিভিন্ন দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *