নিজস্ব প্রতিনিধি (চট্টগ্রাম) : বর্তমান সরকারের মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি যথাযথভাবে বাস্তবায়নকল্পে মাঠ পর্যায়ে বিজিবি’র গোয়েন্দা তৎপরতা ও আভিযানিক কার্যক্রম অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় বিজিবি’র টেকনাফে বিজিবি কর্তৃক পরিচালিত মাদকবিরোধী অভিযানে ২.১২৮ কেজি ক্রিস্টাল মেথ আইস জব্দ করা হয়েছে।
গোপন তথ্যের ভিত্তিতে জানা যায় যে, গতকাল শনিবার ৬ এপ্রিল রাতে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি’র টেকনাফ ব্যাটালিয়ন (২ বিজিবি) এর দায়িত্বপূর্ণ টেকনাফ-কক্সবাজার মেরিন ড্রাইভ সংলগ্ন মহেষখালিয়া পাড়া ঘাট এলাকা দিয়ে মাদকের একটি চালান মায়ানমার হতে সাগরপথে বাংলাদেশে আসতে পারে। উক্ত তথ্যের ভিত্তিতে টেকনাফ ব্যাটালিয়ন সদরের মাদকবিরোধী বিশেষ টহলদল মহেষখালিয়া পাড়া ঘাট এলাকায় গমন করতঃ কয়েকটি উপদলে বিভক্ত হয়ে মেরিন ড্রাইভ সড়কের আঁড় নিয়ে কৌশলগত অবস্থান গ্রহণ করে। আনুমানিক ২১৩০ ঘটিকায় কৌশলগত অবস্থানে থাকা বিজিবি টহলদল বঙ্গোপসাগর তীরে মহেষখালিয়া পাড়া ঘাটে একজন সন্দেহভাজন ব্যক্তিকে নৌকা হতে নেমে একটি পোটলা হাতে নিয়ে মেরিন ড্রাইভ সড়কের দিকে আসতে দেখে। এ সময় টহলদল উক্ত ব্যক্তিকে ধাওয়া করলে বিজিবি টহলদলের উপস্থিতি অনুধাবন করা মাত্রই তার হাতে থাকা পোটলাটি ফেলে দিয়ে দ্রুত দৌড়ে নৌকায় উঠে গভীর সাগরের দিকে পালিয়ে যায়। টহলদল উল্লেখিত স্থানে পৌঁছে তল্লাশী অভিযান পরিচালনা করে ফেলে যাওয়া পোটলার ভিতর হতে ২.১২৮ কেজি ক্রিস্টাল মেথ আইস উদ্ধার করতে সক্ষম হয়।