বুধবার ভোট নিয়ে প্রতিক্রিয়া জানাবেন তাবিথ-ইশরাক

রাজধানী রাজনীতি

নিজস্ব প্রতিবেদক : সদ্য অনুষ্ঠিত হওয়া ঢাকা দক্ষিণ ও উত্তর সিটি করপোরেশন নির্বাচন পরবর্তী প্রতিক্রিয়া আনুষ্ঠানিকভাবে জানাবেন বিএনপির দুই মেয়র প্রার্থী। বুধবার সংবাদ সম্মেলন করে আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানাবেন দুই মেয়র প্রার্থী তাবিথ আউয়াল ও ইশরাক হোসেন।
তাবিথের মিডিয়া সমন্বয়কারী মাহমুদ হাসান জানান, তাবিথ আউয়াল ও ইশরাক হোসেনের নির্বাচন পরবর্তী যৌথ সংবাদ সম্মেলন বুধবার বেলা ১১টায়। গুলশানের ইমান্যুয়েল ব্যাংকুয়েট হলে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছে।
গত শনিবার ঢাকার দুই সিটিতে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এতে পরাজিত হয়েছেন বিএনপির দুই প্রার্থী। তাদের দাবি, নির্বাচনী কারচুপি করা হয়েছে। ন্যূনতম সুষ্ঠু হয়নি নির্বাচন। মনগড়া ফলাফল ঘোষণা করা হয়েছে বলেও তারা দাবি করেছেন।
নির্বাচন প্রত্যাখ্যান করে রবিবার ঢাকায় হরতালও পালন করেছে বিএনপি। গতকালের হরতাল শেষে মঙ্গলবার আবার বিক্ষোভের ডাক দিয়েছে দলটি।


বিজ্ঞাপন
👁️ 7 News Views

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *