গোপালগঞ্জের টুঙ্গিপাড়া উপজেলা নির্বাচনে ১৬ জনের মনোনয় পত্র দাখিল

Uncategorized গ্রাম বাংলার খবর জাতীয় বিশেষ প্রতিবেদন সারাদেশ

মোঃ সাইফুর রশিদ চৌধুরী :  গোপালগঞ্জের টুঙ্গিপাড়া উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে মোট ১৬ জন প্রার্থী মনোনয়ন পত্র দাখিল করেছেন। উপজেলা চেয়ারম্যান পদে ৩ জন, ভাইস চেয়ারম্যান (পুরুষ) পদে ৮ জন ও ভাইস চেয়ারম্যান (মহিলা) পদে ৫ জন প্রার্থী মনোনয়ন পত্র দাখিল করেছেন।


বিজ্ঞাপন

গতকাল  সোমবার (১৫ এপ্রিল) ঘোষিত তফসিল অনুযায়ী মনোনয়ন পত্র দাখিলের শেষ দিনে উপজেলা নির্বাচন অফিসে উপজেলা চেয়ারম্যান পদে ৩ জন মনোনয়ন পত্র দাখিল করেছেন। তারা হলেন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. বাবুল শেখ, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক গাজী মাসুদুল হক ও উপজেলা আওয়ামী যুব লীগের সাধারণ সম্পাদক বিশ্বাস মো. মাহমুদুল হক।

ভাইস চেয়ারম্যান (পুরুষ) পদে ৮ জন মনোনয়ন পত্র দাখিল করেছেন। তারা হলেন মো. মাহাবুবুর রহমান মোল্লা, কবির শেখ, রমজান শরীফ, অসিম কুমার বিশ্বাস, কাজী ফখরুল ইসলাম, আ: ওহাব শেখ, রতন রবি দাস ও বলাই সেন।

এছাড়াও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৫ জন মনোনয়ন পত্র দাখিল করেছেন। তারা হলেন, সোফিয়া আক্তার, দুলালী রানী মন্ডল, মিসেস পারুল বেগম, জলি আক্তার রিমা ও পারভীন আক্তার।

গত সোমবার  মনোনয়ন পত্র দাখিলের শেষ দিনে টুঙ্গিপাড়া নির্বাচন কর্মকর্তার কাছে ১৬ জন প্রার্থী তাদের ফরম জমা দেন। রিটানিং অফিসার কর্তৃক মনোনয়ন পত্র যাছাই-বাছাই শেষ তারিখ ১৭ এপ্রিল ২০২৪ (বুধবার)। প্রার্থীরা যাছাই-বাছাই এর সিদ্ধান্তে বিরুদ্ধে আপিল দ্বায়ের করতে পারবে ১৮ এপ্রিল ২০২৪ (বৃহস্পতিবার)। আপিল দ্বায়ের বিরুদ্ধে নিষ্পত্তি আগামী ২১ এপ্রিল ২০২৪ (রবিবার)। প্রার্থীতা প্রত্যহারের শেষ তারিখ আগামী ২২ এপ্রিল ২০২৪ (সোমবার)। প্রার্থীদের নির্বাচনের প্রতীক বরাবদ্দ দিবেন আগামী ২৩ এপ্রিল ২০২৪ (মঙ্গলবার)। ভোট গ্রহণ ৮ ই মে  (বুধবার)।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *