সাতক্ষীরা প্রতিনিধি : যেখানে সরকার বাল্যবিবাহ বন্ধ করার জন্য অতিরিক্ত পরিশ্রম করে যাচ্ছেন সেখানেই হচ্ছে একের পর এক বাল্যবিবাহ প্রতিরোধ করার মতন কেউ নাই বলে এমনই মনে করছেন এলাকাবাসী। সাতক্ষীরা জেলা তালা উপজেলার পাটকেলঘাটা থানার খলিষখালি ইউনিয়নের এনায়েতপুর গ্রামের আহাম্মদ গাজী ১৩ বছর নাবালিকা আরিফাকে প্রেমের সম্পর্ক করে বিয়ে করেছেন বলে অভিযোগ উঠেছেন একই গ্রামের জব্বারের গোলদ্দার ছোটে ছেলে মাছুম গোলদ্দার এর বিরুদ্ধে।
এ ব্যাপারে নাম না বলা ব্যক্তি জানান এই মেয়ের সবেমাত্র ১৩ বছর বয়স হয়েছে এবং আমরা শুনেছি এই জব্বারের গোলদ্দার ছোটে ছেলের মাসুম গোলদ্দার সাথে নাকি তালা উপজেলার পাটকেলঘাটা থানার খলিষখালি ইউনিয়নের এনায়েতপুর গ্রামের মোঃ আহম্মাদ গাজীর মেয়ে আরিফা সাথে প্রেমের সম্পর্ক ছিল ১০ থেকে ১৫ দিন আগে আহম্মেদ গাজীকে না জানিয়ে মেয়েকে নিয়ে এসে ছেলে মাসুদ ও তার বড় ভাই সবুজ থেকে কাজী মাধ্যমে বিয়ে করেছেন আমরা যতটুকু জানি তার বাপের কোন অনুমতি ছিল না এবং তার বাপ কিছুই জানেন না কিন্তু আমরা বুঝে উঠতে পারছি না ১৩ বছরের নাবালিকা মেয়ে মা-বাপের অনুমতি ও প্রকৃত বয়স না হয় কিভাবে বিয়ে হয় আমরা এলাকায় বাঁশি তালা উপজেলার ইউএনও স্যারকে দৃষ্টি আকর্ষণ করছি।
এ ব্যাপারে মেয়ের পিতা আহম্মদ গাজীর কাছে জানতে চাইলে তিনি বলেন আমি এ বিষয়ে কোন কথা বলতে চাই না বলে ফোনটা রেখে দেন।
এ ব্যাপারে মাসুম গোলদ্দার কে বারবার ফোন দিলেও না পাওয়ার পর তার তার অভিভাবক হিসাবে তার বড় ভাই সবুজ গোলদ্দার এর কাছে জানতে চাইলে তিনি বিষয়টা বিভিন্নভাবে এড়িয়ে যান।
এ ব্যাপারে তালা উপজেলার মহিলা বিষয়ক কর্মকর্তা নাজমুন নাহার কাছে জানতে চাইলে তিনি বলেন আপনারা নাম-ঠিকানাগুলো অফিসে পাঠিয়ে দিন অবশ্যই আমরা তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করব।
এ ব্যাপারে তালা উপজেলার ইউএনও সাথে তার ব্যবহৃত সরকারি মোবাইল ফোনে ফোন দিয়ে যোগাযোগ করার চেষ্টা করলেই ফোনটা রিসিভ না করায় যোগাযোগ করা সম্ভব হয়নি।