গোপালগঞ্জে এক গৃহবধূ এসিড নিক্ষেপের শিকার হয়ে  হাসপাতালে ভর্তি 

Uncategorized অপরাধ খুলনা গ্রাম বাংলার খবর বিশেষ প্রতিবেদন সারাদেশ

মোঃ সাইফুর রশিদ চৌধুরী :  গোপালগঞ্জে গত মঙ্গলবার ১৬/৪/২৪ তারিখে দিবাগত রাতে ঘরে ঢুকে শারমিন খানম নামের এক গৃহবধূকে এসিড নিক্ষেপ করে মারাত্মক আহত করেছে দূর্বৃত্তরা। এতে শারমিন খানমের বুক ও পিঠ ঝলসে গেছে। আহত অবস্থায় রাতেই গ্ৰামবাসী ও ভিকটিমের স্বজনেরা  গোপালগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল


বিজ্ঞাপন

হাসপাতালে ভর্তি করেছে। জানা যায় গত মঙ্গলবার  দিবাগত রাত ১ টার দিকে  দূর্বৃত্তরা গোপালগঞ্জ সদর উপজেলার ৭নং উরফি ইউনিয়নের ৪নং ওয়ার্ডের পশ্চিম পাড়া গ্ৰামের শারমিন খানমের ঘরে সিধ কেটে  ঢুকে  এ ঘটনা ঘটায়। এতে ঐ এলাকাজুড়ে আতংক ছড়িয়ে পড়ে। পুলিশ খবর পেয়ে ঐ রাতেই ঘটনাস্থল পরিদর্শন করলেও এখন পর্যন্ত কোনো আসামিকে গ্রেফতার করতে পারেনি।
ভিকটিম শারমিন খানম হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায়  সাংবাদিকদের জানান মঙ্গলবার দিবাগত রাত আনুমানিক ১টার দিকে শব্দ শুনে হঠাৎ ঘুম ভেঙে যায়, কোন কিছু বুঝে ওঠার আগেই দূর্বৃত্তরা  আমার মুখ বেঁধে ফেলে। এসময় আধো আলোতে প্রতিবেশী শাহীন মুন্সী, সুমি বেগম ও আনিচ মুন্সীকে দেখতে পাই। তারা আমাকে প্রাণনাশের হুমকি দেয় এবং তাঁদের বিরুদ্ধে মামলা লড়তে  নিষেধ করে। একপর্যায়ে শাহীন মুন্সী আমাকে এসিড  ছুঁড়ে মারলে আমি ছটফট করতে থাকি। ঘটনার এক পর্যায়ে তারা পালিয়ে যায়।


বিজ্ঞাপন

ভিকটিমের আত্মীয়  ঝুমা খানম বলেন, জমিজমা নিয়ে এদের সাথে  বিবাদ ও মামলা মোকদ্দমা থাকার কারনে  পূর্ব শত্রুতার জের ধরে তারা এই ঘটনা ঘটিয়েছে। এবিষয়ে গোপালগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আনিচুর রহমান জানান  আমরা তাৎক্ষণিক ঘটনাস্থল পরিদর্শন করেছি। ভিকটিমের দেয়া তথ্য  অনুযায়ী অভিযুক্তদের গ্রেফতারের চেষ্টা অব্যাহত রয়েছে এবং  তদন্ত চলছে। আমরা খুব অল্প সময়ের মধ্যেই অপরাধীদের গ্রেফতার করে আইনের আওতায় আনতে সক্ষম হবো।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *