নিজস্ব প্রতিবেদক : তরুণ প্রজন্মের লেখিকা সুলেখা আক্তার শান্তার ‘চারিদিকে মেঘ ছিল’ গল্পগ্রন্থটি পাওয়া যাচ্ছে একুশে বইমেলায়। গল্প সংকলনটির প্রকাশক মহাকাল প্রকাশনী। মহাকালের ৩২৬, ৩২৭, ৩২৮ নং স্টলে বইটি পাওয়া যাচ্ছে। ‘চারিদিকে মেঘ ছিল’ গল্পগ্রন্থটি কয়েকটি গল্পের সংকলন। মানুষের চিরন্তন চাওয়া-পাওয়া, সুখ-দুঃখ, আশা-আকাঙ্ক্ষা, লোভ-লালসা, আনন্দ-বেদনা বিচিত্র রূপে বিমূর্ত হয়ে ওঠে তার সামান্য চিত্র তুলে ধরার ক্ষুদ্র প্রয়াস এটি। আশা করি পাঠকের ভালো লাগবে। লেখিকা বলেন পাঠকের ভালো লাগলে সার্থক হবে তার প্রচেষ্টা। মহাকাল প্রকাশনী থেকে প্রকাশিত লেখিকার দুটি উপন্যাস ‘এ চোখের দৃষ্টিতে তবুও তুমি’ ও ‘ফিরে এসো’ থাকছে মহাকালের স্টলে। সুলেখা আক্তার শান্তার যৌথ প্রকাশিত কাব্যগ্রন্থ ‘নিশির তৃতীয় প্রহর’ অনন্য প্রকাশের ২৯৩ নম্বর স্টলে পাওয়া যাচ্ছে। বইমেলার বর্ণাঢ্য অঙ্গনে পাঠক এবং শুভানুধ্যায়ীদের লেখিকার সাদর আমন্ত্রণ জানিয়েছেন।