খানসামায় শ্রমজীবী পথচারীদের মাঝে পানি স্যালাইন বিতরণ

Uncategorized গ্রাম বাংলার খবর বিশেষ প্রতিবেদন সারাদেশ

নিজস্ব প্রতিনিধি : নিজস্ব প্রতিনিধি: বৈশাখ মাসে চলছে সারাদেশে প্রচণ্ড তাপদাহ ও তীব্র গরম। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বাড়ছে রোদ ও গরমের তীব্রতা। প্রয়োজন ছাড়া ঘর থেকে বাহির হচ্ছে না সাধারণ মানুষ। ঠিক সেই সময়ে দিনাজপুরের খানসামায় পথচারি ও শ্রমজীবি ট্রাক, অটো ও ভ্যানচালকসহ বিভিন্ন পেশার মানুষের মাঝে বিশুদ্ধ ঠান্ডা পানি ও স্যালাইন বিতরণ করা হয়েছে।


বিজ্ঞাপন

গত বৃহস্পতিবার (২৫ এপ্রিল) দুপুরে বাংলাদেশ সাংবাদিক এসোসিয়েশন এর দপ্তর সম্পাদক খানসামা উপজেলার সন্তান এম এইচ মুন্নার উদ্যোগে উপজেলার খানসামা বাজার, টংগুয়া, চৌরঙ্গী বাজার ও পাকেরহাটে এসব পানি ও স্যালাইন বিতরণ করা হয়।


বিজ্ঞাপন

ভ্যানচালক খায়রুল ইসলাম বলেন, প্রচণ্ড তাপ ও তীব্র গরম এর কারণে ঘর থেকে মানুষ বিনা প্রয়োজনে বাহির হচ্ছে না। পেট তো আর এসব বোঝে না। তাই রিকশা নিয়ে রাস্তায় বাহির হয়েছি। সকাল থেকে যাত্রী ও তেমন পাচ্ছি না। চৌরঙ্গী বাজারের মোড়ে বসে আছি এমন সময় হঠাৎ আমার হাতে পানির বোতল ও খাবর স্যালাইন তুলে দিলেন। আমি খুব খুশি। আমি তাদের জন্য মন থেকে দোয়া করি আল্লাহ যেন তাদের ভালো করেন।


বিজ্ঞাপন

বাংলাদেশ সাংবাদিক এসোসিয়েশনের দপ্তর সম্পাদক এম এইচ মুন্না বলেন, তীব্র গরম ও প্রচণ্ড তাপদাহে পুড়ছে সারাদেশ। এ সময় সবচেয়ে কষ্টে থাকে রিকশা, ভ্যান, ইজিবাইকচালক ও খেটে খাওয়া সাধারণ মানুষ। তাই আমরা রাজধানী সহ সারা দেশে এ কর্মসূচি গ্রহণ করেছি। এরই অংশ হিসেবে খানসামা উপজেলার বিভিন্ন হাট-বাজারে শ্রমিক ও পথচারীদের মাঝে বিশুদ্ধ পানি ও খাবার স্যালাইন বিতরণ করলাম। আমি সমাজের বিত্তবান ও সকল রাজনৈতিক এবং স্বেচ্ছাসেবী সংগঠনের প্রতি আহ্বান জানাই তারাও যেন এ সময় শ্রমিকদের পাশে দাঁড়ায়


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *