কুমিল্লার মুরাদনগর উপজেলা পরিষদ নির্বাচনের হালচাল : আবারও চেয়ারম্যান হতে যাচ্ছেন আহসানুল আলম কিশোর

Uncategorized গ্রাম বাংলার খবর জাতীয় বিশেষ প্রতিবেদন রাজনীতি সারাদেশ

মোঃ মোশাররফ হোসেন মনির, (কুমিল্লা) : ৩য় ধাপের উপজেলা পরিষদ নির্বাচনের অংশ হিসেবে কুমিল্লার মুরাদনগর উপজেলায় ২৯ মে অনুষ্ঠিত হতে জাচ্ছে উপজেলা পরিষদ নির্বাচন। আসন্ন উজেলা পরিষদ নির্বাচনকে সামনে রেখে উপজেলায় জমে উঠেছে প্রচার-প্রচারনা। চেয়ারম্যান পদে পতিদ্বন্দিতা করছেন চার জন। এর মধ্যে ড. আহসানুল আলম সরকার কিশোর (আনারস), গোলাম সারোয়ার চিনু (ঘোড়া), রাশেদ হায়দার জুয়েল (দোয়াত কলম) ও বসির আহম্মদ (কাপ পিরিজ) প্রতকি নিয়ে ভোটের মাঠে রয়েছেন।


বিজ্ঞাপন

উপজেলা পরিষদের সফল চেয়ারম্যান, পূর্বে সততা, নিষ্ঠার সাথে জনপ্রতিনিধিত্ব করা ও অতীতে জনবান্ধন কার্যক্রমের ফলে উপজেলার সকল শ্রেণীর মানুষের নিকট ব্যাপক জনপ্রিয়তার শীর্ষে ড. আহসানুল আলম সরকার কিশোর (আনারস) থাকায় তার কাছে অন্য প্রার্থীরা কোণঠাসা হয়ে পরেছে। এতেকরে অন্য তিন জন প্রার্থীদের প্রচারনার কার্যক্রম নিস্ক্রিয় থাকায় এবারের লড়াইয়েও উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের বর্তমান চেয়ারম্যান ড. আহসানুল আলম সরকার কিশোর আবারও উপজেলা পরিষদের চেয়ারম্যান হওয়ার সম্ভাবনা প্রায় নিশ্চিত।


বিজ্ঞাপন

তুমুল জনপ্রিয়তা পরও তিনি উপজেলা আওয়ামী লীগের সকল সহযোগী অঙ্গসংগঠন ও স্থানীয় ভোটারদের সঙ্গে প্রতিদিনই শুভেচ্ছা বিনিময়, মতবিনিময় ও দোয়া চেয়ে ব্যাপক প্রচার-প্রচারণা ও উঠান বৈঠক চালিয়ে যাচ্ছেন তিনি।

এছাড়াও ভাইস চেয়ারম্যান পদে ৫ জন ও সংরক্ষিত মহিলা ভাইস চেয়ারম্যান পদে প্রতিদ্ব›দ্বীতা করছেন ৬ জন। ৩ টি পদের বিপরীতে মোট লড়ছেন ১৪ প্রার্থী। ১৩ই মে প্রতীক বরাদ্দের পেয়েই প্রচার-প্রচারণা শুরু করেন প্রার্থীরা।

ভাইস চেয়ারম্যান পদে লড়ছেন, সৈয়দ তানভীর আহমেদ ফয়সাল (চশমা), হাবিবুর রহমান (উড়োজাহাজ), শাহিন (টিউবওয়েল), মোঃ আবদুল্লাহ নজরুল (টিয়াপাখি), মো. আতিকুর রহমান হেলাল (তালা)।

মহিলা ভাইস চেয়ারম্যান পদে লড়ছেন, সানোয়ারা বেগম (সেলাই মেশিন), আছমা বেগম (পদ্মফুল), আফজালুন নেছা বাসিত (ফুটবল), কুলসুম বেগম (কলস), নাজমা আক্তার (প্রজাপতি), নূরজাহান মজুমদার (হাঁস), প্রতীক নিয়ে প্রতিদ্বন্দিতা করছেন।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *