পাটকেলঘাটা ইজিবাইক চালানোর নামে মাদক সম্রাট কবির চালাচ্ছেন গাজার ব্যবসা

Uncategorized অপরাধ খুলনা গ্রাম বাংলার খবর বিশেষ প্রতিবেদন সারাদেশ

নিজস্ব প্রতিবেদক  : সাতক্ষীরা জেলা প্রতিনিধিঃ সাতক্ষীরা জেলা তালা উপজেলা পাটকেলঘাটা থানার কাশিয়াডাঙ্গা গ্রামের ফজর মোড়লের ছেলে কবির মোড়ল মাদকসম্রাট আবারো হয়ে উঠেছেন বেপরোয়া ইজিবাইক চালানোর নামে করছেন গাজার ব্যবসা।


বিজ্ঞাপন

এ ব্যাপারে এলাকাবাসী জানান ফজর আলীর ছেলে কবির মোড়ল দীর্ঘদিন যাবত গাঁজা ব্যবসার সাথে জড়িত আছে শুধু তাই নয় তিনি কিছুদিন আগেও মাদকসহ খলিশখালী পুলিশের কাছেও গ্রেফতার হন এতেও থেমে নাই তার ব্যবসা আমরা যতটুকু জানি তিনি সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত পাটকেলঘাটা ব্রিজের হইতে মাদক নিয়ে দলুয়া সহ বিভিন্ন জায়গায় মাদক সাপ্লাই করেন এবং সে সবসময়ই মাদক ও সেবন করেন এছাড়াও তিনি এলাকায় অল্প বয়সের ছেলেদের দিয়েও করান মাদক ব্যবসা আমাদের এলাকার ছেলে গুলো এই কবির মোড়ল নষ্ট করে ফেলেছে আমরা এলাকাবাসী চায় এই কবির মোড়লকে আইনের আওতায় এনে সাজা দেওয়া হোক।


বিজ্ঞাপন

এ ব্যাপারে নাম না বলা এক ইজিবাইক চালক জানান এ কবির মোড়ল পাটকেলঘাটা ব্রিজের তল থেকে মাদক নিয়ে দলুয়ায় কিছু মাদক সেবনকারীদের কাছে বিক্রি করে এবং সে নিজেও মাদক সেবন করে আমরা তাকে বারণ করলে সে বলে পুলিশ আমাদেরকে কি করবে এখন আমরা চাই এই ইজিবাইক চালককে নামে মাদক ব্যবসায়ী কবিকে আইনের আওতায় এনে শাস্তি দেওয়া হোক


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *