সাতক্ষীরার পাটকেলঘাটায় খলিষখালি মাদক সম্রাট কবিরের হাতে সাংবাদিক লাঞ্ছিতসহ টাকা ছিনতাই :  থানায় অভিযোগ

Uncategorized অপরাধ খুলনা গ্রাম বাংলার খবর বিশেষ প্রতিবেদন সারাদেশ

সাতক্ষীরা  প্রতিনিধি  :  সাতক্ষীরা জেলা তালা উপজেলার পাটকেলঘাটা থানার কাশিয়াডাঙ্গা গ্রামের মাদক সম্রাট ফজর আলীর ছেলে – কবিরের হাতে স্থানীয় এক সাংবাদিক লাঞ্ছিত ও ৬০ হাজার টাকা ছিনতাই থানায় অভিযোগ


বিজ্ঞাপন

অভিযোগে উল্লেখ্য আছে  বিনীত নিবেদন এই যে আমি আল-আমিন সরদার বয়স (৩২) পিতা তুব্বাত সরদার সাং কাশিয়াডাঙ্গা থানা পাটকেলঘাটা জেলা সাতক্ষীরা বিবাদী কবির মোড়ল ৩৫ পিতা ফজর আলী কাশিয়াডাঙ্গা থানা পাটকেলঘাটা জেলা সাতক্ষীরা বিরোধী অভিযোগ করিতেছি যে বিবাদী একজন মাদকসম্রাট ও মাদক সেবী আমি একজন সাংবাদিক আমার সংবাদ সংক্রান্ত কিছু ভিডিও আমার মোবাইলে থাকায় এবং তার এক আত্মীয়র বিরুদ্ধে একটি নিউজের জের ধরে ২১ মে,  সন্ধ্যায় অনুমানিক ৭ঃ৩০ ঘটিকার সময় কাশিয়াডাঙ্গা বাজারে বিবাদী আমাকে অশ্লীন ভাষায় গালি গালাজ ও বিভিন্ন হুমকি দিতে থাকে এক পর্যায়ে বিবাদী জোর পূর্বে আমার ব্যবহৃত টাচ মোবাইল যার মূল্য ১৫৫০০ টাকা সিনিয়ে নিয়ে মাটিতে স্বজোরে আছাড় মারে এতে আমার মোবাইলটি ভেঙে ব্যবহারের অযোগ্য হয়ে পড়ে এছাড়াও আমার জামার পকেটে থাকা সুরক্ষা কোম্পানির ব্যবসায়িক ৬০ হাজার টাকা জোর পূর্বে কেড়ে নেয় এছাড়াও আমাকে চড় কিল ঘুসি মারিয়া আহত করে এমন অবস্থায় স্থানীয় কয়েকজন এগিয়ে এসে বিবাদীর কবল থেকে আমাকে উদ্ধার করে বিবাদী একজন মাদক ব্যবসায়ী ও মাদক সেবিকারী হিংস্র প্রকৃতির ব্যক্তি হয় স্থানীয় লোকজন আমাকে আইনের আশ্রয় নিতে বললেই আমি ঘটনার সুস্থ বিচারের আশায় আপনার বরাবর অভিযোগ করতেছি অতএব জনাব উপরোক্ত বিষয় আইনগত ব্যবস্থা গ্রহণ করতে একান্ত মর্জি হয়।


বিজ্ঞাপন

এ ব্যাপারে সাংবাদিক আল আমিন সরদার জানান আমি সুরক্ষা কোম্পানির ডিলারশিপ নিয়ে দীর্ঘদিন কাজ করছি ২১ তারিখে সন্ধ্যায় টাকা নিয়ে বাসায় ফেরার পথে একটি নিউজ কেন্দ্র করে আমার উপর আক্রমণ চালায় কুখ্যাত মাদকসম্রাট ফজর আলী ছেলে কবির মোড়ল আমার মোবাইলটা ভেঙে দেয় আমার বুক পকেটে থাকা ৬০ হাজার টাকা ছিনতাই করে নেয় আমি আইনের প্রতি শ্রদ্ধাশীল হয়ে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করেছি অবশ্যই প্রশাসনিক কর্মকর্তা তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করবে।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *