নড়াইলে আনারস প্রতিকের নির্বাচন না করায় প্রি-ক্যাডেট স্কুলে ডিজেল নিক্ষেপের অভিযোগ

Uncategorized অনিয়ম-দুর্নীতি খুলনা গ্রাম বাংলার খবর বিশেষ প্রতিবেদন রাজনীতি সারাদেশ

মো:রফিকুল ইসলাম,(নড়াইল) :  নড়াইলের চন্ডবরপুর ইউনিয়নে ঘোড়া প্রতিকের প্রার্থী তোফায়েল মাহামুদ তুফানের পক্ষে প্রকাশ্যে নির্বাচন করায়,প্রতিপক্ষ আনারস প্রতিকের প্রার্থী আজিজুর রহমান ভূইয়ার সমর্থক মোস্ত মেম্বারসহ তার সন্ত্রাসীবাহীনি সম্মেলনী প্রি-ক্যাডেট স্কুলে ডিজেল ছিটিয়ে স্কুলের ক্ষতিসাধন করতে চেষ্টা করেছে বলে অভিযোগ করেন,সম্মেলনী প্রি-ক্যাডেট স্কুল কর্তৃপক্ষ। তবে এ সকল অভিযোগ অস্বীকার করেন,অভিযুক্ত মোস্ত মেম্বার।


বিজ্ঞাপন

নড়াইল সদর উপজেলা চন্ডিবরপুর ইউনিয়নের চালিতাতলা সম্মেলনী প্রি-ক্যাডেট স্কুলে ডিজেল ছিটিয়ে ঘোড়া প্রতিকের সমর্থককে ভয়ভিতী দেখান,স্থানীয় ইউপি সদস্য গোলাম মোস্তফা বলে অভিযোগ করেন,চালিতাতলা সম্মেলনী প্রি-ক্যাডেট স্কুলের প্রতিষ্ঠাতা সৈয়দ সামিউল হাসান (শরফু)।


বিজ্ঞাপন

সৈয়দ সামিউল হাসান (শরফু) নড়াইল জেলা আওয়ামী-লীগের প্রচার ও প্রকাশনা বিষয়োক সম্পাদক হিসাবে দায়ীত্ব পালন করে আসছেন।এদিকে,সৈয়দ সামিউল হাসান (শরফু) অভিযোগ করে বলেন,গত ২১শে মে নড়াইল সদর উপজেলা পরিষদ নির্বাচন সম্পূর্ণ হয়েছে। নির্বাচনে আমি প্রকাশ্যে ঘোড়া প্রতিকের চেয়ারম্যান প্রার্থী তোফায়েল মাহমুদ তোফানের পক্ষে কাজ করি। যার ফলে নির্বাচনে বিজয়ী প্রার্থী আজিজুর রহমান ভূইয়ার সমর্থনকারী হাবিবুর রহমান ও ইউপি সদস্য গোলাম মোস্তফা কামাল মোস্ত আামাকে বিভিন্ন ভাবে ভয়ভীতি দিয়ে আসছে এবং নির্বাচনের আগে থেকেই আমার হাত-পা ভেঙ্গে দেওয়ার হুমকি-ধামকি দিয়ে আসছে।

আজ সকালে স্কুলে এসে দেখতে পাই কে বা কাহারা আমার স্কুলের টিনসেটের চাঁরপাসে ডিজেল ছিটিয়ে রেখেছে এবং ডিজেলের বোতল স্কুলের বারান্দায় ফেলে রেখে যায়। তবে আমাদের ধারনা মোস্ত মেম্বারসহ তার সন্ত্রাসী বাহীনি পরিকল্পিত ভাবে স্কুলের দরজা,জানালাসহ প্রতিটি জায়গায় ডিজেল ছিটিয়ে স্কুলটি পুড়িয়ে দেয়ার চেষ্টা করে ব্যর্থ হয়।

চালিতাতলা প্রি-ক্যাডেট সম্মেলনী স্কুলের প্রধান শিক্ষিকা রিক্তা বেগম জানান,শনিবার ২৫মে সকালে স্কুলে এসে দেখি স্কুলের সকল জানালা দরজায় ডিজেল বা পেট্রোল ছিটিয়ে দেওয়া হয়েছে। এ ঘটনায় স্কুলের কোমলমতি শিশুরা ভয়ে আতংকিত হয়ে পড়ে।এসময় স্কুলের কোমলমতি শিশুদের সান্তনা দিয়ে, গণমাধ্যম কর্মিদের সহযোগীতা নিলে গণমাধ্যম কর্মি’রা দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হয়ে উক্ত ঘটনার সত্যতা পান। স্কুলের শিক্ষিকা রিক্তা বেগম আরো জানান,আমার স্বামী ঘোড়া প্রতিকের পক্ষে কাজ করায় এ ঘটনা ঘটিয়েছে,বিজয়ী আনারস প্রতিকের সমর্থক হাবিবুর রহমান ও ইউপি সদস্য মোস্ত মেম্বার। এ বিষয়ে ইউপি সদস্য গোলাম মোস্তফা,এ প্রতিবেদককে অভিযোগ অস্বীকার করে বলেন,আমি এই প্রথম, আমার বিরুদ্ধে এমন অভিযোগ আপনার কাছে সুনলাম,তবে আমার মত মানুষের বিরুদ্ধে এমন মিথ্যা,বানোয়াট অভিযোগ করলে ইউনিয়নের কেউ বিশ্বাস করবে না,আমি কেনো,শিক্ষা প্রতিষ্ঠানে এমন কর্মকান্ড করতে যাব বলেও জানান তিনি।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *