আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সাবেক আহবায়ক আলহাজ্ব মকবুল হোসেনের চতুর্থ মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণ সভা অনুষ্ঠিত

Uncategorized জাতীয় ঢাকা বিশেষ প্রতিবেদন রাজধানী রাজনীতি

নিজস্ব প্রতিবেদক  :  বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সাবেক আহবায়ক, সাবেক সাংসদ বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব অ্যাড. মকবুল হোসেনের চতুর্থ মৃত্যুবার্ষিকী উপলক্ষে আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের উদ্যোগে আজ ২৪ মে ২০২৪ তারিখ শুক্রবার সকাল ১১ টায় রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশনে স্মরণ সভা অনুষ্ঠিত হয়।


বিজ্ঞাপন

অনুষ্ঠানে প্রায় তিন শতাধিক অসচ্ছল নেতাকর্মীর মাঝে নগদ অর্থ সহায়তা ও অনুষ্ঠানে আগত নেতাকর্মীদের মাঝে রান্না করা খাবার বিতরণ করা হয়।


বিজ্ঞাপন

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের প্রতিষ্ঠাতা সভাপতি কৃষিবিদ আ ফ ম বাহাউদ্দীন নাছিম এমপি।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন আলহাজ্ব মকবুল হোসেনের সুযোগ্য সন্তান বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম টিটু এমপি।

সভাপতিত্ব করেন বাংলাদেশ আওয়ামী সেচ্ছাসেবক লীগের সভাপতি গাজী মেজবাউল হোসেন সাচ্চু ও সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক একেএম আফজালুর রহমান বাবু।

স্মরণ সভায় আরও বক্তব্য রাখেন কেন্দ্রীয় সহ সভাপতি মজিবুর রহমান স্বপন, যুগ্ম সাধারণ সম্পাদক খায়রুল হাসান জুয়েল, সাংগঠনিক সম্পাদক আব্দুল্লাহ আল সায়েম, ঢাকা মহানগর উত্তর স্বেচ্ছাসেবক লীগ সভাপতি ইসহাক মিয়া, দক্ষিন স্বেচ্ছাসেবক লীগ সাধারণ সম্পাদক তারিক সাঈদ উত্তর স্বেচ্ছাসেবক লীগ সাধারণ সম্পাদক আনিছুর রহমান নাঈম।

এসময় আরও উপস্থিত ছিলেন সংগঠনের সহ সভাপতি অ্যাড. কাজী শাহানারা ইয়াসমিন, আনোয়ারুল আজিম সাদেক, সাংগঠনিক সম্পাদক নাফিউল করিম নাফা, কৃষিবিদ আ ফ ম মাহবুবুল হাসান মাহবুব, শাহ্ জালাল মুকুল, আলহাজ্ব মকবুল হোসেনের সুযোগ্য সন্তান মজিবুল ইসলাম পান্না, দপ্তর সম্পাদক আজিজুল হক আজিজ, গনযোগাযোগ ও সাংবাদিকতা সম্পাদক ওবায়দুল হক খান,

প্রতববন্ধী উন্নয়ন সম্পাদকআনোয়ার পারভেজ টিংকু, উপ দপ্তর সম্পাদক অ্যাড. মোঃ মনির হোসেন, রাহুল দাস সহ সংগঠনের কেন্দ্রীয় ও মহানগর স্বেচ্ছাসেবক লীগের বিপুল সংখ্যক নেতাকর্মী।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *