পত্রিকার প্যাডে সুইসাইড নোটসহ তুরগ নদীতে মিলল যুবকের অর্ধগলিত লাশ

Uncategorized অপরাধ ঢাকা বিশেষ প্রতিবেদন মানবিক খবর রাজধানী

আলী রেজা রাজু  : ঢাকা তুরাগ নদীতে ইমন সরকার(২০) নামে এক যুবকের অর্ধগলিত ভাসমান লাশ উদ্ধার করেছে নৌ-পুলিশ।


বিজ্ঞাপন

শনিবার (২৫মে) আনুমানিক সকাল ১০টায় স্থানীয়রা আমিনবাজারের দ্বীপনগর এলাকায় নদীতে অর্ধগলিত ভাসমান মরদেহ দেখতে পেয়ে পুলিশকে অবগত করে,খবর পেয়ে আমিনবাজার নৌ-পুলিশের একটি দল লাশ উদ্ধার করে,পরিচয় শনাক্ত করে।
নিহত যুবক হলেন,মিরপুর-শাহআলী থানা এলাকার মাসুম সরকারের ছেলে ইমন সরকার (২০)।


বিজ্ঞাপন

মরদেহের প্যান্টের পকেট থেকে সময়ের কন্ঠসর নামে পত্রিকার প্যাডে একটি সুইসাইড নোট ও গাঁজা সেবনের সরঞ্জাম উদ্ধার হয়েছে।

লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
আমিনবাজার নৌ-পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি)আবু তাহের মিয়া জানান,ধারণা করা হচ্ছে আত্মাহত্যা তবে ময়নাতদন্তের, প্রতিবেদনে নিশ্চিত হওয়া যাবে মৃত্যুর কারণ।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *