চুয়াডাঙ্গার জীবননগরের পশ্চিম বাড়ান্দীতে গাছ কর্তন করে জমি দখলের চেষ্টা

Uncategorized অপরাধ খুলনা গ্রাম বাংলার খবর বিশেষ প্রতিবেদন সারাদেশ

নিজস্ব প্রতিবেদক  :  চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার রায়পুর ইউনিয়নের পশ্চিম বারান্দি ‌জোর পুর্বক ৫০০০০ টাকার মূল্যের একাধিক কলা গাছ কর্তন করে জমি দখলের অভিযোগ পাওয়া গেছে। একই সাথে লোকবল নিয়ে জোরপূর্বক জমিতে প্রবেশে বাধার অভিযোগ জানান ভুক্তভোগী প্রবাসী শাহিদ আলির স্ত্রী শিউলী খাতুন।


বিজ্ঞাপন

ভুক্তভোগী শাহেদ আলীর স্ত্রী শিউলী খাতুন জানান, গত ৯ মাস আগে আমার পার্শ্ববর্তী হযরত আলীর বোনের অংশ রাস্তার পাশে সামনের দিক সর্বমোট ১০ কাঠা জমি ১২ লক্ষ টাকার বিনিময়ে আমার আমার স্বামী গত নয় মাস আগে জমি ক্রয় করে। এরপর আমরা ওই জমিতে বিভিন্ন ফসল লাগিয়ে চাষ করে আসছিলাম। পরবর্তীতে গত ২৫ মে আমি আমার দশ কাঠা জমিতে এক লক্ষ টাকা খরচ করে কলাগাছ লাগাই। কলা গাছ লাগানোর পরদিন আমি আমার জমিতে এসে দেখি আমার জমিতে কলাগাছ নেই তারপর আমি জানতে পারি পার্শ্ববর্তী হযরত আলী (৫৫) ও তার দুই পুত্র শাহজালাল (২৯) , সেলিম(২৪) এবং তাদের ভাড়াটিয়া সন্ত্রাস ইউসুফ আলী (২৭) এরা সকলে একত্রিত হয়ে আমার কলাগাছ কর্তন করে সেই সাথে জমি অবৈধ দখলের অপচেষ্টা চালায়। এছাড়াও আমি আমার জমিতে অবস্থান করে প্রতিবাদ করতে গেলে তারা আমার উপরে চড়াও হয়ে মারধর করতে আসে।


বিজ্ঞাপন

এছাড়াও তিনি বলেন আমি একজন প্রবাসী স্ত্রী। আমার স্বামী বিদেশে থাকে। আমি নগদ টাকা দিয়ে রাস্তার পাশে সামনের অংশ জমি কিনেছি। কিন্তু হযরত আলী ও তার দুই পুত্র আমাকে জোর করে জমি লম্বালম্বি ভাবে নিতে বলছে। এছাড়া জমির দলিলে সামনের অংশ আমার স্বামীর নামে রেকর্ড আছে তারপরও তারা মানতে নারাজ। আর এ বিষয়ে আমি থানায় একটি লিখিত ত অভিযোগ করেছি।

আর এ বিষয়ে জীবননগর থানার অফিসার ইনচার্জ এস এম জাবীদ হাসান জানান, এ বিষয়ে আমি একটি লিখিত অভিযোগ পেয়েছি। বিষয়টি তদন্তপূর্বক পরবর্তীতে ব্যবস্থা গ্রহণ করব।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *