খুলনা থেকে ছেড়ে আসা রাজশাহীগামী সাগরদাঁড়ি এক্সপ্রেস ট্রেনে পাথর নিক্ষেপ :  এক কিশোর আটক

Uncategorized অপরাধ খুলনা গ্রাম বাংলার খবর বিশেষ প্রতিবেদন সারাদেশ

যশোর প্রতিনিধি :  গত  ১৬ মে, খুলনা স্টেশন হইতে ছেড়ে যাওয়া রাজশাহীগামী সাগরদাঁড়ি এক্সপ্রেস ট্রেনটি কোটচাঁদপুর স্টেশন অতিক্রম করার পর অনুমান ৬টা ৩০মিনিটের সময় কে বা কাহারা চলন্ত ট্রেনে পাথর নিক্ষেপ করেন।


বিজ্ঞাপন

উক্ত পাথরের আঘাতে একজন যাত্রী মারাত্মক আহত হয়। যার কোচ নং-৭৩৫৯, বগি নং-গ এবং ৬৬ নং সিটে বসে থাকা যাত্রী মোঃ আকাশ (১৯) পিতাঃ মোঃ সোলাইমান, মাতা-আকলিমা, সাং উত্তর মাগুড়া মধ্য পাড়া, থানা-ইবি, জেলা- কুষ্টিয়া এর মাথায় আঘাত প্রাপ্ত হয়। যাহার খুলনা রেলওয়ে থানার জিডি নং-৫২১ তাং- ১৬/০৪/২৪ খ্রিঃ। উক্ত ঘটনার প্রেক্ষিতে খুলনা রেলওয়ে জেলার পুলিশ সুপারের নির্দেশে ডিবি খুলনা রেলওয়ে জেলাকে তথ্য সংগ্রহ ও আসামী গ্রেফতারের জন্য নির্দেশ প্রদান করেন।


বিজ্ঞাপন

পরবর্তীতে খুলনা রেলওয়ে জেলার পুলিশ সুপার এর সঠিক দিক নির্দেশনায় আজ বুধবার ২৯ মে  সকাল ১০ টার সময় এসআই (নিঃ) মোঃ ফারুক হোসেন, ডিবি খুলনা রেলওয়ে জেলা সংগীয় ফোর্সসহ ঘটনাস্থলে উপস্থিত হইয়া উক্ত ঘটনার সহিত জড়িত কিশোর মোঃ তাজমুল ইসলাম (১০), পিতা- মোঃ মন্টু শেখ, মাতা-নাজমা বেগম, সাং-কোঁটচাদপুর রেলওয়ে স্টেশন বস্তি পাড়া, থানা-কোঁটচাদপুর, জেলা ঝিনাইদহ কে সনাক্ত করে পুলিশ হেফাজতে নিয়া অত্র থানায় নিয়া আসেন।

পরবর্তীতে আজ ২৯ মে, উক্ত ঘটনায় আইনের সহিত সংঘাতে জড়িত শিশু মোঃ তাজমুল ইসলাম (১০) এর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের নিমিত্বে সমাজসেবা অধিদপ্তর, খুলনা এর মাধ্যমে তাহার পিতা মোঃ মন্টু শেখ নিকট হস্তান্তর করা হয়।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *